Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » কামালা হ্যারিসের গাড়িবহরে তরল পদার্থ নিক্ষেপ করে নারী গ্রেফতার




কামালা হ্যারিসের গাড়িবহরে তরল পদার্থ নিক্ষেপ করে নারী গ্রেফতার মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের গাড়িবহরে লাল রঙের তরল পদার্থ নিক্ষেপ করে গ্রেফতার হয়েছেন এক নারী। শুক্রবার (৮ মার্চ) যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে ক্যাম্পেইন চালাকালীন এ ঘটনা ঘটে। অ্যানাসিলভিয়া গোমেজ-জামোরা। ছবি: সংগৃহীত

রোববার (১০ মার্চ) এক প্রতিবেদনে ফক্স নিউজ জানিয়েছে, গ্রেফতার ওই নারীর নাম অ্যানাসিলভিয়া গোমেজ-জামোরা (৩০)। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ফিনিক্স শহরের সেভেন স্ট্রিট এবং সাউদার্ন অ্যাভিনিউয়ে এ ঘটনা ঘটে। এ কারণে তাকে পুলিশি হেফাজতে নেয়া হয়। জামোরার বিরুদ্ধে পুলিশ কর্মকর্তার ওপর হামলা ও গ্রেফতারে বাধা দেয়ার অভিযোগ আনা হয়েছে। ফনিক্স পুলিশ জানিয়েছে, যে রাস্তা দিয়ে কামালা হ্যারিসের গাড়িবহর যাচ্ছিল সেখানে ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন ওই নারী। সেখান থেকেই তিনি লাল রঙের তরল পদার্থ ছোড়েন; আর তা গাড়িতে থাকা আটজন পুলিশ কর্মকর্তার ওপর পড়ে। আরও পড়ুন: হিপ-হপে নাচলেন কামালা হ্যারিস, হাসালেন সবাইকে (ভিডিও) ফক্স নিউজকে সার্জেন্ট ফিল ক্রাইনস্কি বলেন, ওই এলাকার অন্যান্য পুলিশ কর্মকর্তা ওই নারীকে শনাক্ত করে গ্রেফতার করেন। তবে, তরলটি কোনো বিপজ্জনক পদার্থ ছিল না বলে শনাক্ত করা হয়েছে। আর গোমেজ-জামোরাকে শনিবার ম্যারিকোপা কাউন্টির কারাগারে পাঠানো হলেও পরবর্তীতে ছেড়ে দেয়া হয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply