Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » এবার থাই সীমান্ত সেতুর নিয়ন্ত্রণ হারাল জান্তা বাহিনী




বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে কয়েকদিন ধরে চলা লড়াইয়ে প্রতিবেশী থাইল্যান্ডের সঙ্গে যুক্তকারী একটি গুরুত্বপূর্ণ সেতুর নিয়ন্ত্রণ হারিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা। মিয়ানমার-থাই সীমান্তটি জান্তা বাহিনীর জন্য খুব গুরুত্বপূর্ণ। ছবি: সংগৃহীত বৃহস্পতিবার (১১ এপ্রিল) কেয়ন রাজ্যের মায়াওয়াদ্দি শহরের ওই সেতুটি থেকে জান্তা বাহিনীর প্রায় ২০০ সেনা পালিয়ে গেছে বলে স্থানীয় গণমাধ্যম ও একটি জাতিগত সশস্ত্র গোষ্ঠীর মুখপাত্র জানিয়েছেন। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মিয়ানমারের মায়াওয়াদ্দি শহরটির অবস্থান থাইল্যান্ডের ম্যাসো শহরের কাছাকাছি। স্থানীয় গণমাধ্যম ও একটি জাতিগত সশস্ত্র গোষ্ঠীর মুখপাত্র জানিয়েছে- এই সেতুটি মিয়ানমারের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের সাথে সংযুক্ত। সেতুটি বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যাওয়ায় গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা সরকার। আরও পড়ুন: রাখাইনে চার মাসে ১৭৯ বেসামরিক নিহত মায়াওয়াদ্দিতে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে জান্তা বিরোধী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ)। কেএনইউ মুখপাত্র পাদোহ সাও তাও নি বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘আমরা বুধবার রাত ১০টার দিকে (মিয়ানমারের সেনাবাহিনীর) ব্যাটালিয়ন ২৭৫-কে পরাস্ত করেছি।’ তিনি আরও বলেন, ২০০ কিংবা ততোধিক সেনাকে প্রত্যাহার করে একটি সেতুর দিকে নিয়ে যাওয়া হয়েছে। ওই সেতু মায়াওয়াদ্দি শহরকে থাই সীমান্ত শহর মায়ে সোতের সঙ্গে যুক্ত করেছে। মিয়ানমার-থাই সীমান্তটি জান্তা বাহিনীর জন্য খুব গুরুত্বপূর্ণ। মিয়ানমারের বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, গত এক বছরে মায়াওয়াদ্দি সীমান্ত দিয়ে ১১০ কোটি ডলারের বাণিজ্যিক চালান হয়েছে। আরও পড়ুন: মিয়ানমারে বন্দি বাংলাদেশি ১৪ জেলে কবে ফিরবেন? ২০২১ সালের ১ ফেব্রুয়ারি গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সুচির দলকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে জেনারেল মিন অং হ্লাইং নেতৃত্বাধীন সামরিক জান্তা। এরপর থেকেই তাদের বিরুদ্ধে লড়ছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। যদিও গত অক্টোবরে বিদ্রোহীরা একযোগে আক্রমণ শুরু করে। সীমান্তবর্তী এলাকায় আরাকান আর্মির হামলায় কোনঠাসা হয়ে পড়েছে জান্তা বাহিনী। বিদ্রোহীদের হামলার মুখে শতাধিক ঘাঁটি এবং বেশ কয়েকটি শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা বাহিনী।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply