Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ছক্কায় নতুন ইতিহাসের দুয়ারে আইপিএল




আইপিএলে ব্যাটাররা। ছবি : এএফপি ক্রিস গেইলকে নিয়ে একটা কথা বেশ প্রচলিত ছিল, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছক্কা মারতেন। এরপর আসেন এ বি ডি ভিলিয়ার্স। মিস্টার ৩৬০ ডিগ্রির বেলায় বলা হতো, মাঠের প্রতি কোণায় কোণায় ছক্কা হাঁকাতেন তিনি। গ্লে ম্যাক্সওয়েলকে ম্যাড ম্যাক্স কিংবা ডেভিড মিলারকে কিলার মিলার তকমা দেওয়ার কারণও ওই ছক্কা মারার কারণে। এবারের আইপিএলে প্রথম দুজন খেলছেন না। ম্যাক্সওয়েল তো ফর্মে নেই বলে নিজেকেই সরিয়ে নিয়েছেন। মিলার এখনও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। তাই বলে আইপিএলে ছক্কা মারা থেমে নেই। যেভাবে ছক্কার ফুলঝুরি ছুটছে তাতে আগের ১৬ আসরকে বোধহয় টপকে যাবে এবার। ৪৬ ম্যাচে এখন পর্যন্ত ছক্কা হয়েছে ৮৫২টি। গড়ে ম্যাচ প্রতি ১৮.৫২টি ছয় হয়েছে। যা অন্য যে কোনো আসরের চেয়ে বেশি। দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং সম্প্রতি বলেছিলেন, এবারের আইপিএলের শিরোপা এনে দেবে আক্রমণাত্মক ব্যাটিং। দলগুলো কেমন আক্রমণাত্মক, কতটা মারকুটে তা বোঝা যাবে কয়েকটি ইনিংস দেখলেই। সানরাইজার্স হায়দরাবাদের তিনটি ইনিংস ২৮৭, ২৭৭ ও ২৬৬। মুম্বাই ইন্ডিয়ান্সের তিনটি ইনিংস ২৪৭, ২৪৬, ২৩৪। কলকাতা নাইট রাইডার্সের আছে ২৭২ ও ২৬১ রানের বিশাল দুটি ইনিংস। এ ছাড়া— রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের ২৬২, দিল্লি ক্যাপিটালসের ২৫৭ রানের সংগ্রহগুলো বোঝায় বোলারদের ওপর দিয়ে কেমন ঝড় বয়ে গেছে। আসরে ৪৬ ম্যাচের ৯২ ইনিংসে দুইশ ছাড়ানো রান হয়েছে ২৯টি। এর মধ্যে ১১ ম্যাচে দুদলই ২০০-এর বেশি রান করেছে। Advertisement






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply