প্যারিসে ইরানি কনস্যুলেট ঘেরাও
ফ্রান্সের রাজধানী প্যারিসে ইরানি কনস্যুলেটে ঘেরাও করে রেখেছে পুলিশ। খবর পাওয়া গেছে এক ব্যক্তি ‘বিস্ফোরক’ নিয়ে কনস্যুলেটের ভেতরে প্রবেশ করেছে। খবর এএফপির।
ছবি: রয়টার্স
নিরাপত্তা সূত্র জানিয়েছে, ‘একজন প্রত্যক্ষদর্শী এক ব্যক্তিকে গ্রেনেড বা বিস্ফোরক বেল্ট নিয়ে প্রবেশ করতে দেখেছেন।’
কনস্যুলেট জানানোর পর ফ্রান্সের পুলিশের একটি ইউনিট চারপাশ ঘেরাও করে ফেলে।
এএফপির এক সাংবাদিক জানিয়েছে, কনস্যুলেটের আশেপাশের ১৬ জেলায় পুরো এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেসব স্থানে অনেক পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: খামেনির জন্মদিনেই ইরানে হামলা, পাল্টা আঘাতের ‘অপেক্ষায়’ ইসরাইল!
এক পুলিশ কর্মকর্তা বলেছেন যে লোকটিকে স্থানীয় সময় সকাল ১১টায় কনস্যুলেটে প্রবেশ করতে দেখা গেছে, যা একটি গ্রেনেড এবং একটি বিস্ফোরক ভেস্ট বলে মনে হচ্ছে।
তবে তিনি কী উদ্দেশ্যে কনস্যুলেটে প্রবেশ করেছেন তা স্পষ্ট নয়।
Tag: English News politics world
No comments: