ব্যাংক ডাকাতিতে ‘কুকি চীন’র সম্পৃক্ততা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বান্দরবানের থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকের শাখায় সশস্ত্র হামলাকারীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বুধবার (৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। মন্ত্রী বলেন, ঘটনাস্থলে গোলাগুলি চলছে। প্রাথমিক তদন্তে কুকি চীন নামে একটি জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততা পাওয়া গেছে।
সম্প্রতি ওই এলাকায় তাদের তৎপরতা বেড়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার ঘটনাটি খতিয়ে দেখার পাশাপাশি সন্ত্রাসীদের দমনে যথাযথ উদ্যোগ গ্রহণ করেছে।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশীর মৃত্যুর ঘটনায় তিনি বলেন, এদেশের মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশ করলেই গুলি করে বিএসএফ। ওই দেশের সাথে আমাদের আলোচনা চলছে যেন, মারণাস্ত্র ব্যবহার না করে।
Tag: English News lid news national
No comments: