বিরাট এক মিষ্টির হাড়ি নিয়ে দোকানের মালিক রবীন্দ্রনাথের কাছে হাজির হয়েছেন। না কবিতা,গল্প,নাটক দেওয়ার অনুরোধে নয়, অভিনব তাঁর আবদার। ভদ্রলোকের দোকানের মিষ্টি খেয়ে রবি কবিকে লিখে দিতে হবে অভিমত৷ এই বলে 'জলযোগ' নামের মিষ্টির দোকানের মালিক খানকতক সন্দেশ একটা প্লেটে তুলে কবির দিকে এগিয়ে দিলেন৷ আরেকটা হাঁড়ি থেকে বের করলেন চিনি পাতা দই৷ ভদ্রলোকের চাপাচাপিতে কবিকে দই—সন্দেশ দুই রকমের মিষ্টি খেতে হল৷ কবি লিখে দিলেন 'জলযোগ'-এর মিষ্টান্ন পরীক্ষা করিয়া দেখিলাম৷ তৃপ্তিলাভ করিয়াছি৷ ইহার বিশেষত্ব আছে সেজন্য ইহা আদরনীয়৷ সেই সঙ্গে যে দধি সেবন করিলাম তাহা বিশেষ প্রশংসার যোগ্য'৷ নীচে রবীন্দ্রনাথের সাক্ষর৷ শারদীয়া আনন্দবাজার পত্রিকায় ৫অক্টোবর ১৯৩৪সালে রবীন্দ্রনাথের অভিমত সহ বিজ্ঞাপনটি প্রকাশ হয়েছিল৷ আজকের দিনের মত হয়ত রবীন্দ্রনাথ কে বিজ্ঞাপনের মডেল হতে হয় নি৷ কিন্তু আজ থেকে ৮০-৮৫বছর আগেও বিজ্ঞাপনদাতারা রবীন্দ্রনাথের থেকে তাদের পন্যের জন্য প্রশংসা সম্বলিত অভিমত পেতে তাঁর কাছে নিয়মিত দরবার করতেন৷ সেই তালিকায় দেশের প্রখ্যাত কোম্পানী থেকে মিষ্টির দোকানদার আছেন৷ সবার ওই একই আবদার কবি তাদের পন্যের প্রশংসা করে কয়েকটি লাইন লিখে দেবেন৷ বলা বাহুল্য অনেকের আবদার রবীন্দ্রনাথ রক্ষা করেছেন৷ কবির অভিমত নিয়ে মিষ্টি থেকে সাবান,কুন্তলীন তেল,স্নো,পাওডারের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে সমসাময়িক নানা পত্র পত্রিকায়৷
'শ্রীঘৃত' কোম্পানির কয়েকজন রবীন্দ্রনাথের কাছে এসে সেই একই রকম আবদার করলেন, তিনি যদি তাদের ঘি নিয়ে দু'কলম লিখে দেন৷ দই,সন্দেশ নিয়ে আমরা কবির অভিমত জেনেছি,চলুন এবার দেখি 'ঘি' নিয়ে বিজ্ঞাপনে কবি কি বললেন ৷ রবীন্দ্রনাথ তাদের লিখে দিয়েছিলেন—'বাংলাদেশে ঘৃতের বিকারের সঙ্গে সঙ্গে যকৃতের বিকার দুর্নিবার হয়ে উঠেছে৷ শ্রীঘৃত এই দুঃখ দূর করে দিয়ে বাঙালীকে জীবনধারনে সহায়তা করুক এই কামনা করি৷ ১লা বৈশাখ ১৩৪৪ ৷ রবীন্দ্রনাথ ঠাকুর'৷ বলা বাহুল্য এই বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল সেকালের বিখ্যাত 'প্রবাসী'পত্রিকায়৷ 'কুন্তলীন' তেলের তখন ভীষণ কদর সেই সময়,রবীন্দ্রনাথ নিজেও এই তেল মেখেছেন৷ সাহিত্য রসিক প্রখ্যাত বাঙালি হেমেন্দ্রমোহন বসু এই তেলের প্রস্তুতকারক৷ রবীন্দ্রনাথের সাথে তাঁর সখ্য ছিল৷ এই সংস্থার তেল প্রসঙ্গে রবীন্দ্রনাথ অভিমতে লিখেছিলেন—'কুন্তলীন তেল আমরা দুইমাস কাল পরীক্ষা করিয়া দেখিয়াছি৷ আমার কোন আত্মীয়ের বহুদিন হইতে চুল উঠিয়া যাইতেছিল কুন্তলীন ব্যবহার করিয়া এক মাসের মধ্যে তাহার নতুন কেশোদগম হইয়াছে৷ এই তেল সুবাসিত এবং ব্যবহার করিলে ইহার গন্ধ ক্রমে দুর্গন্ধে পরিণত হয় না' নীচে সাক্ষর রবীন্দ্রনাথের৷ কবির প্রশংসা সম্বলিত এই বিজ্ঞাপনটি বেরিয়েছিল 'বাংলার বানী'পত্রিকায়৷ ভাদ্র ১৩৩৮সালে জন্মাষ্টমী সংখ্যায়৷ 'গোদরেজ' কোম্পানী কবিকে দিয়ে একটি অভিমত লিখিয়েছিলেন তাদের সাবান সম্বন্ধে৷ কবি সানন্দে লিখে দিয়েছিলেন 'গজরেজ সাবানের তুলনায় কোন বিদেশীয় সাবান এত উৎকৃষ্ট আছে কিনা তাহা আমার জানা নেই৷ ভবিষ্যতে আমি গডরেজ সাবান ব্যবহার করব বলিয়া স্থির করিয়াছি'৷ কবির এই অভিমতটি বিজ্ঞাপন হয়ে বেরিয়েছিল ২৮ কার্তিক ১৩৩৫ এর আনন্দবাজার পত্রিকায়৷ আরও আছে বিখ্যাত ফটোগ্রাফারএস.ঘোষ কে কবি সপ্রশংস অভিমত লিখে দিয়েছিলেন৷ পরে সুন্দর ছবি সহ লেখাটি বিজ্ঞাপন আকারে প্রকাশিত হয়েছে৷ মনিপুরী নৃত্যের প্রখ্যাত শিল্পী শ্রীমতি সুশীলা সেন রবীন্দনাথের প্রশংসা সম্মলিত লেখা থেকে বঞ্চিত হন নি৷ বলা বাহুল্য একটি দীর্ঘ বিজ্ঞাপনের সঙ্গে প্রশংসা পত্রটি প্রকাশ হয়েছিল 'শনিবারের চিঠি ' পত্রিকায়৷ স্বদেশী অধ্যাবসায় কে উৎসাহ দিতে স্বদেশী প্রসাধনী সংস্থা রেডিয়ম ক্রীম কে রবীন্দ্রনাথ লিখে দিয়েছিলেন প্রশংসাপত্র৷ কি লিখেছিলেন কবি, চলুন একটু দেখে নেওয়া যাক—'যাঁহারা স্নো,ক্রীম জাতীয় প্রসাধন দ্রব্য ও ওডিকোলন প্রভৃতি গন্ধরস ব্যবহার করিয়া থাকেন তাঁহারা রেডিয়ম কারখানা হইতে প্রস্তুত উক্ত দ্রব্যগুলি পরীক্ষা করিয়া দেখিলে বিলাতি সামগ্রী হইতে তাহার পার্থক্য বুঝিতে পারিবেন না৷ প্রথমস্থলে এই স্বদেশী অধ্যাবসায়কে উৎসাহ দেওয়া তাঁহাদের পক্ষে কর্তব্য বলিয়া মনে করি'৷Slider
দেশ - বিদেশ
মেহেরপুর জেলা খবর
মেহেরপুর সদর উপজেলা
গাংনী উপজেলা
মুজিবনগর উপজেলা
ফিচার
খেলা
যাবতীয়
ছবি
ফেসবুকে মুজিবনগর খবর
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- Advertisemen
- Advertisement
- Advertisementvideos
- Arts
- Education
- English News
- English News Featured
- English News lid news
- English News national
- English News news
- English Newsn
- Entertainment
- Featured
- games
- id news
- l
- l national
- li
- lid news
- lid news English News
- lid news others
- media
- national
- others
- pedia
- photos
- politics
- politics English News
- t
- videos
- w
- world
- Zilla News
No comments: