Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » জয়সওয়ালের সেঞ্চুরিতে মুম্বাইকে হারিয়ে শীর্ষস্থান মজবুত রাজস্থানের




মুম্বাই বনাম রাজস্থান ম্যাচ। ছবি : বিসিসিআই আইপিএলের ইতিহাসে পয়েন্ট টেবিলে এরকম হাড্ডাহাড্ডি লড়াই এর আগে খুব কমই দেখা গেছে। দেখা যাচ্ছে টুর্নামেন্টের প্রায় মাঝপথে এসেও কোনও দল ধরাছোঁয়ার বাইরে নয়। যেখানে আধিপত্য আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসের। ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে আসরে নিজেদের সপ্তম জয় তুলে নিল দলটি। গতকাল সোমবার (২২ এপ্রিল) রাজস্থানের ঘরের মাঠে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭৯ রান তোলে মুম্বাই ইন্ডিয়ান্স। জবাবে ১৮.৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় রাজস্থান। ১৮০ রানের লড়াকু সংগ্রহ তাড়ায় নেমে ব্যাট হাতে দারুণ শুরু করে রাজস্থান। পাওয়ার প্লের ৬ ওভারে ৬১ রান তুলে ফেলেন দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও জস বাটলার। তবে, এরপরই হানা দেয় বৃষ্টি। যার ফলে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। Advertisement বৃষ্টির পর ব্যাটিংয়ে নেমে অবশ্য খেই হারায় দলটি। দলীয় ৭৪ রানের মাথায় ফেরেন বাটলার। ২৫ বলে ৩৫ রান আসে ডানহাতি এই ব্যাটারের ব্যাট থেকে। এরপর দারুন এক সেঞ্চুরি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন জয়সওয়াল। ৬০ বলে ১০৪ রান করেন বাঁহাতি এই ব্যাটার। এর আগে, ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি মুম্বাইয়ের। দলীয় ৬ রানের মাথায় অভিজ্ঞ রোহিত শর্মার উইকেট হারায় দলটি। ৫ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। একই ওভারে ফেরেন আরেক ব্যাটার ইশান কিশান। ৩ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি তিনি






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply