পরিণীতি কি অন্তঃসত্ত্বা? চমকে দিলেন অভিনেত্রী নিজেই
ছবি : পরিণীতি চোপড়ার ইন্সটাগ্রাম থেকে নেওয়া
বিয়ের বছর ঘুরতেই পরিণীতি চোপড়ার মা হওয়ার খবর ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায়। নেপথ্যে অভিনেত্রীর সাজপোশাক। কখনও ঢিলেঢালা জ্যাকেট, কখনও বা তাঁর পরনে কাফতান! আর সেসব ছবি-ভিডিও ভাইরাল হতেই বলিপাড়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিণীতি চোপড়ার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা তুঙ্গে! নিন্দুকরা কথায়, বেবি বাম্প আড়াল করতেই নাকি এমন ফন্দি অভিনেত্রীর। নেটপাড়ার ফ্যাশন পুলিশদের সেসব মন্তব্য কিন্তু নজর এড়ায়নি পরিণীতি চোপড়ার। এবার নিজেই ফাঁস করলেন সত্যিটা।
সম্প্রতি ইন্সটাগ্রাম স্টোরিতে রসিকতা করে পরিণীতি লিখেছেন, ‘কাপতান ড্রেস মানেই গর্ভবতী! বড় আকারের টি-শার্ট মানেই গর্ভবতী! আরামদায়ক ভারতীয় কুর্তা মানেই গর্ভাবতী!’
আর সেই মন্তব্যের পর এবার নিজেই ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী। ক্যাপশনেই জল্পনার জবাব দিয়েছেন তিনি। তাঁর মা হওয়ার খবরের বিভিন্ন শিরোনাম শেয়ার করে পরিণীতি লিখেছেন, ‘আবার আটসাঁট সাজপোশাকে ফিরে এলাম।’ সাদা প্যান্টস্যুটে পরিণীতির ফিগারও স্পষ্ট বোঝা যাচ্ছে। কোথাও বেবিবাম্পের কোনো ইঙ্গিত নেই।
Tag: Entertainment

No comments: