সৌদি বাদশাহ সালমান হাসপাতালে ভর্তি
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে জেদ্দার একটি হাসপাতালে নেয়া হয়েছে।
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। ফাইল ছবি
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদি বাদশাহ সালমানকে নিয়মিত মেডিকেল চেক-আপের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর প্রচার করে বলে জানিয়েছে রয়টার্স।
এদিকে, বাদশাহ সালমানের স্বাস্থ্য পরীক্ষার জন্য কয়েক ঘণ্টা লাগতে পারে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।
আরও পড়ুন: প্রায় পাঁচ হাজার হজযাত্রীর কোরবানির খরচ দিলেন বাদশাহ সালমান
এর আগে, ২০২২ সালের মে মাসে শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। ওই সময় তার কোলোনোস্কপি ও মেডিকেল পরীক্ষা করা হয়।
সেসময় রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বাদশাহ সালমান তার হার্টের পেসমেকারের ব্যাটারি প্রতিস্থাপনের জন্য রাজধানী রিয়াদের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
এছাড়া ২০২০ সালে একবার অস্ত্রোপচার করেছিলেন তিনি। সেই সময় সৌদি বাদশাহ’র শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়ে।
সূত্র: রয়টার্স, গালফ নিউজ
Tag: English News politics world
No comments: