কারা গেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং
আর মাত্র ৫০ দিন বাকি। এরপরই পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। মেগা এই আসরের জন্য তৈরি করা হয়েছে অফিসিয়াল থিম সং। ইতোমধ্যেই মুক্তি পেয়েছে এটির ১১ সেকেন্ডের একটি টিজার।
গানটি গাইবেন দুই দশক ধরে সঙ্গীত শিল্পের জনপ্রিয় মুখ শন পল এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোভিত্তিক কেস দ্য ব্যান্ডের গায়ক কেস। গানটি প্রযোজনা করেছে মিখায়েল ত্যানো মন্টানো। গানটির পুরো ভিডিওচিত্রও প্রকাশ করবে আইসিসি। এতে থাকবেন কয়েকজন সুপারস্টার।
গানের গায়ক পল বলেন, ক্রিকেট সবসময়ই আমাদের সংস্কৃতির একটি প্রধান অংশ। তাই আমি টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং রেকর্ড করতে পেরে সম্মানিত। আমি কেসের একজন বড় ভক্ত এবং কিছু নাচের সাথে গানটি ক্যারিবিয়ান সংস্কৃতির একটি চমৎকার প্রদর্শনী করবে, অবশ্যই সাথে আন্তর্জাতিক আবহ এবং সোকার স্পর্শ থাকবে। এটি মানুষের জন্য গান গাওয়া এবং ভেতর থেকে আনন্দ অনুভবের উপলক্ষ্য হয়ে আসবে।
Tag: Entertainment

No comments: