মন্ত্রী-এমপিদের প্রভাবমুক্ত নির্বাচন চায় ইসি
এবার ষষ্ঠ উপজেলা পরিষদে মন্ত্রী ও সংসদ সদস্যদের প্রভাবমুক্ত নির্বাচন দেখতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে প্রশাসন ও পুলিশকে নীতিতে অটল থেকে দায়িত্ব পালনের নিদের্শনা দিয়েছে তারা। এমনকি, বদলির ভয়ে কারও কাছে নির্বাচনে অবস্থান বিকিয়ে না দেওয়ার বিষয়ে সচেতন থাকার কথা বলেছে সাংবিধানিক সংস্থাটি। ইসি আশ্বস্ত করেছে, তাদের নির্দেশনা মানার কারণে উচ্চমহল থেকে নির্বাচনে দায়িত্বরত কোনো কর্মকর্তার বিরুদ্ধে বদলির সুপারিশ এলে তা যথাযথ যাচাইয়ের পর প্রমাণ সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে। দুঃশ্চিন্তা না করার পরামর্শ দিয়ে ইসি বলেছে, নত হওয়ার চেয়ে বদলি সম্মানের।
আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) উপজেলা পরিষদ নির্বাচনে পুলিশ-প্রশাসনের নীতি-নির্ধারকদের সঙ্গে ইসিতে অনুষ্ঠিত সভায় উভয়পক্ষের উত্থাপিত ইস্যুতে তাদের আশস্ত করে কমিশন এসব কথা জানায়। সভায় উপস্থিত থাকা একাধিক কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন। তারা আরও জানিয়েছেন, মোবাইল সেবা; যেমন—বিকাশ, রকেট, নগদ ও মোবাইলের মাধ্যমে নির্বাচনে কালো টাকা ছড়ানো বন্ধে প্রশাসনিক ব্যবস্থার বিষয়ে কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিদের্শনা দেওয়া হয়েছে।
Tag: national
No comments: