Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » নেই স্বস্তির বৃষ্টি মেহেরপুরে ঝড়ো বাতাসে কৃষকরা মাঠে ধান রক্ষায় পলিথিন দিয়ে গাদা ঢেকে দিয়েছে




ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আজ সকাল থেকেই মেহেরপুরসহ আশেপাশের জেলায় মেঘলা আকাশ ও ঝড়ো হাওয়া বিরাজ করছে। এ অঞ্চলে এখনও শেষ হয়নি বোরো ধান কাটা মাড়াইয়ের কাজ। তাই অনেক কৃষক আজ সকালে গাংনীর পূর্বমালসাদহ-গোপালনগর মাঠ থেকে ধান আর বিচুলি রক্ষায় মাঠেই গাদা দিয়ে পলিথিন দিয়ে ঢেকে দিয়েছেন। মেহেরপুর জেলার ওপর দিয়ে সোমবার থেকেই বইছে ঝড়ো বাতাস। আকাশে জমাটবাঁধা কাল মেঘ বৃষ্টির আশা জাগালেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মেলেনি। যদিও গেল দুদিন ধরে মেহেরপুরে কিছুটা নিম্নগামী তাপমাত্রার পারদ। সারদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকায় গরম অনুভূত হয়েছে অনেকটাই কম। এর সঙ্গে ঝড়ের বেগে বয়ে যাওয়া বাতাস জনমনে স্বস্তি দিয়েছে। তবে দিনের কয়েকটি ভাগে উত্তর পশ্চিম আকাশে মেঘ দেখা দিলেও কাঙ্ক্ষিত বৃষ্টি হয়নি। সোমবার সন্ধ্যার আগে চুয়াডাঙ্গাসহ আশেপাশের জেলাগুলোতে বৃষ্টি হলেও মেহেরপুর জেলার বৃষ্টি ছিল কয়েক ফোটার মধ্যে সীমাবদ্ধ। সন্ধ্যায় বিজলি ও হালকা বজ্রপাতে বৃষ্টির আশা বাড়িয়ে দিলেও শেষ পর্যন্ত বৃষ্টি না হওয়ায় নিরাশ হয়েছেন মেহেরপর জেলার মানুষ। দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে বয়ে যাওয়া তীব্র থেকে খুব তীব্র তাপপ্রবাহে মেহেরপুর জেলার জনজীবন বিপর্যস্ত। তীব্র তাপদাহ এবং খরায় বোরো ধান, পাট, আম, কাঁঠাল ও লিচুসহ ফসল উৎপাদন এখন বড় ধরনের ঝুঁকির মুখে। একটু বৃষ্টির প্রশান্তির পরশ পেলেই স্বস্তি ফিরে আসবে পাণীকূলে। এমন আশায় রয়েছেন এ জেলার মানুষ






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply