গাংনী উপজেলার আকুবপুর গ্রামের মাঠে প্রচণ্ড গরমে কৃষকের মৃত্যু
গাংনী উপজেলার আকুবপুর গ্রামের কৃষক সিরাজ মন্ডল নিজের জমিতে ধান কাটা মাড়াই কাজ করছিলেন। কাজের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রচণ্ড গরমে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানায় তার পরিবার। কুষ্টিয়া মেডিকেলে কলেজ হাসপাতালের নেওয়ার পথে মিরপুর নামক স্থানে তার মৃ*ত্যু হয়। পরে মরদেহ নিয়ে আসা হয় নিজ গ্রামে।
কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরেএমও) ডাঃ জোবাইদা ফারজানা জানান, সিরাজ মন্ডলের চিকিৎসা দেওয়া অবস্থায় তার মৃত্যু হয়েছে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃ*ত্যু বরণ করেছেন।
এদিকে গেল কয়েকদিন থেকে মেহেরপুর জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপ প্রবাহ। দুদিন আগে মৃদু তাপ প্রবাহ বিরাজ করলেওে গতকাল থেকে তা তীব্র রুপ ধারণ করেছে। তীব্র তাপ প্রবাহ এবং প্রচণ্ড রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
Tag: English News others politics

No comments: