Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » লখনৌকে হারিয়ে প্লে-অফের আশা বেঁচে রইল দিল্লির




দিল্লি-লখনৌ ম্যাচের দৃশ্য। ছবি : বিসিসিআই দারুণ এক ম্যাচ দেখল অরুন জেটলি স্টেডিয়ামের দর্শকরা। ওয়ান ম্যান শোতে দিল্লি ক্যাপিটালকে প্রায় হারিয়েই দিচ্ছিলেন লখনৌ সুপার জায়ান্টের আরশাদ খান। ম্যাচ জমিয়েও পাওয়া হয়নি জয়। শেষ হাসি হেসেছে দিল্লি। হারলে বিদায় নিশ্চিত, জিতলে তবু বাঁচবে আশা। গ্রুপপর্বে দিল্লির শেষ ম্যাচ হওয়ার জয়ের কোনো বিকল্প ছিল না। এমন সমীকরণ মাথায় নিয়ে দলটি মুখোমুখি হয় লখনৌর। যারা নিজেরাও আছে বাদ পড়ার শঙ্কায়। এই অবস্থায় আইপিএলে দিনের একমাত্র ম্যাচে মঙ্গলবার (১৪ মে) রুদ্ধশ্বাস ম্যাচে লখনৌকে ১৯ রানে হারায় দিল্লি। এতে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফে যাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও আছে দিল্লির। ঘরের মাঠ অরুন জেটলি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নামা দিল্লি ২০ ওভারে চার উইকেটে ২০৮ রান করে। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রানে থামে লখনৌ। Advertisement লক্ষ্যটা বড় ছিল, সঙ্গে ছিল চাপ। চাপ সামলাতে না পেরে মাত্র ২৪ রানে তিন উইকেট হারিয়ে বসে লখনৌ। ওপেনিংয়ে নামা অধিনায়ক লোকেশ রাহুল পাঁচ রান করে ফেরেন ইশান্ত শর্মার বলে। আরেক ওপেনার কুইন্টন ডি কক ১২ রান করে ইশান্তেরই শিকার হন। ওয়ানডাউনে নামা মার্কাস স্টয়নিসের ব্যাট থেকে আসে পাঁচ রান। তার ইনিংস থামান অক্ষর প্যাটেল। শূন্য রানে ইশান্তের বলে লেগবিফোর হন দীপক হুদা। লখনৌর স্কোর তখন চার উইকেটে ৪৪ রান।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply