Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » মেহেরপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন




মেহেরপুর জেলা খাদ্য বিভাগের উদ্যোগে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর সদর খাদ্য গুদাম প্রাঙ্গনে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মো শামীম হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভ্যন্তরী বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। মেহেরপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক এম এম ইকবাল হোসেনের সভাপতিত্বে বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিট্টেট আবীর আমসারী। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর সদর এলএসডি দেবদূত রায়।”সরকারি গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ।কৃষক এখন অনেক খুশি, ধানের দাম পাচ্ছে বেশি” এর প্রতিপাদ্দের উপর বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহামুদ, মিল মালিক আজিরুল ইসলাম, কৃষক আবুল কালাম। পরে ফিতা কেটে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানে মেহেরপুর জেলায় এবার সিদ্ধ চাল ৪৫ টাকা কেজি দরে ১হাজার ৬০১ মেট্রিক টন, ধান ৩২ টাকা কেজি দরে ১ হাজার ৮১২ মেট্রিক টন গম, ৩৪ টাকা কেজি দরে ২ হাজার ২২০ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ১ হাজার ১৯৫ টন মেট্রিক টন চাল, ৬৯৭ মেট্রিক টন ধান, ৭৫৬ মেট্রিক টন গম। মুজিবনগর উপজেলায় ১৪৭ মেট্রিক টন চাল, ৩২৯ মেট্রিক টন ধান এবং ২৬৩ মেট্রিক টন গম। গাংনী উপজেলায় ২৫৯ মেট্রিক টন চাল, ৭৮৬ মেট্রিক টন ধান এবং ১হাজার ২০১ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply