চীন সফরে যাচ্ছেন সিসিসহ আরব নেতারা, হবে ফিলিস্তিন নিয়ে আলোচনা
চলতি সপ্তাহে চীন সফরে যাচ্ছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিসহ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও তিউনিসিয়ার নেতারা। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
চীনের মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং এক বিবৃতিতে বলেছেন, এই নেতারা ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত চীন সফর করবেন। তারা ‘চায়না-আরব স্টেটস কো-অপারেশন ফোরাম’র ১০ম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
আরব নেতাদের মধ্যে আছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, বাহরাইনের বাদশাহ হামাদ, তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
বেইজিংয়ের এক সংবাদ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় চীনের ভাইস পররাষ্ট্রমন্ত্রী দেং লি বলেছেন, প্রেসিডেন্ট শি জিনপিং সম্মেলনে যোগ দেবেন এবং মূল বক্তব্যে অংশ নেবেন।
তিনি আরও বলেছেন, শি দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অভিন্ন উদ্বেগের আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মতামত বিনিময়ের জন্য চার রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনা করবেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকাও পালন করতে চায় চীন।
এমন প্রেক্ষাপটে বেইজিংয়ে আরব নেতাদের এই সম্মিলন হতে যাচ্ছে। চীন ঐতিহাসিকভাবে ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল। তারা দ্বিরাষ্ট্র সমাধানের সমর্থনকারী। চলমান সংঘাত নিরসনের লক্ষ্যে আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আহ্বান করেছেন প্রেসিডেন্ট শি।
গত নভেম্বরে বেইজিং ফিলিস্তিনি কর্তৃপক্ষ, ইন্দোনেশিয়া, মিসর, সৌদি আরব ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি বৈঠক আয়োজন করেছিল। ইসরাইল-হামাস চলমান সংঘাত বন্ধে এই আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছিল।
বহু দশক ধরে সাধারণ ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের চালানো নির্যাতন, গণহত্যা, ধর্ষণ, হেনস্তা, ভ‚মিদখল ইত্যাদি গুরুত্বর অপরাধের প্রতিবাদে গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এর পর থেকে ফিলিস্তিনিদের ওপর অবিরত নৃশংস হামলা চালিয়ে আসছে ইসরাইলি বাহিনী। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, এ হামলায় প্রায় ৩৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।
No comments: