SponsorSlider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » মেহেরপুরে অবিবাহিতের সংখ্যা ২২ শতাংশ
মেহেরপুর জেলায় প্রাপ্তবয়স্ক অবিবাহিত নারী ও পুরুষের মোট সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৬২৫ জন। যা জেলার মোট জনসংখ্যার ২২ শতাংশ। জেলা পরিসংখ্যান ব্যুরো জনশুমারি ও গৃহ গণনা ২০২২ এর জেলাভিত্তিক রিপোর্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলে এ তথ্য উঠে আসে। বৃহস্পতিবার (২৭ জুন) বেলা সাড়ে ১১টার সময় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনশুমারি ও গৃহ গণনা ২০২২ এর জেলাভিত্তিক রিপোর্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। জনশুমারি ও গৃহ গণনা ২০২২ জরিপের জেলাভিত্তিক প্রতিবেদন অনুযায়ী মেহেরপুর জেলার মোট জনসংখ্যা ৭ লাখ ৩৫৬ জন। এর মধ্যে ৩ লাখ ৪ হাজার ৯৩ জন পুরুষ এবং নারী ৩ লাখ ৬৫ হাজার ২৩৭ জন। তৃতীয় লিঙ্গের হিজড়া জনগোষ্ঠীর সংখ্যা ২৬ জন। জরিপের ফলাফলে আরও দেখা যায় মেহেরপুর জেলায় অবিবাহিত পুরুষের সংখ্যা সংখ্যা ৯৬ হাজার ৫৫২ জন এবং মোট ২ লাখ ৩৭ হাজার ৭২৫ জন পুরুষ বিবাহিত। অপরদিকে জেলায় মোট অবিবাহিতা নারীর সংখ্যা ৫৮ হাজার ৭৩ জন, মোট ২ লাখ ৬৫ হাজার ৮৯২ জন নারী বিবাহিতা। জনশুমারি ও গৃহ গণনা ২০২২ এর জেলা রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক মো. শামীম হাসান। এ ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর হাসান রুমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুহা. আব্দুস সালাম এবং মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু। স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক মো. বসির উদ্দীন। এ সময় সেখানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply