Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » মেহেরপুরের পাটকেলপোতায় আমিন ফিলিং স্টেশনে যৌথ অভিযানে পাঁচ হাজার টাকা জরিমানা।




ডিজেলের পানি থাকার অভিযোগ ভুক্তভোগী চালকদের মেহেরপুর সদরের পাটকেলপোতায় মেসার্স আমিন ফিলিং স্টেশনে মেহেরপুর জেলা প্রশাসন ও বিএসটি আই কুষ্টিয়া দপ্তরের যৌথ অভিযানে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে মেসার্স আমিন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। বৈধ ভেরিফিকেশন সনদগ্রহণ ব্যতীত ফুয়েল ইউনিট ব্যবসায়িক ও বৈধ ক্যালিব্রেশন সনদ গ্রহণ তিনটি আন্ডারগ্রাউন্ড ট্যাংক স্টোরেজ ট্রাংক ব্যবসায়িক কাজে ব্যবহারের অভিযোগে ওজন পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ৩২ (১)ও ৩২(৩)ধারায় শাস্তিযোগ্য অপরাধী হিসেবে নগদ ৫০০০ টাকা জরিমানা আদায় করা হয় । যৌথ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার মেহেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন বি এস টি আই কুষ্টিয়া দপ্তরের কর্মকর্তা বৃন্দ। অপরদিকে ডিজেলের সাথে পানির মিশ্রণ পাওয়ার অভিযোগ তোলে কয়েকজন গাড়ির চালক। একে একে বিভিন্ন জন নানা অনিয়মের অভিযোগ তোলেন তেল পাম্পের স্টাফদের বিরুদ্ধে। মামুন নামের একচালক বলেন গত শুক্রবার আমিন ফিলিং স্টেশন থেকে গত রবিবার টিপ ধরে রংপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পতি মধ্য নাটোর জেলায় পৌঁছানোর পর গাড়ির ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। পরবর্তীতে রংপুর পৌঁছানোর পর মেকানিক দেখায়। সেখানে ফুয়েল ফিল্ডারে ডিজেলের সাথে পানির মিশ্রণ দেখা যায়। পরে সেই ডিজেল আনলোড করে নতুন ভাবে ডিজেল রিয়েল লাইনের কাজ করিয়ে গাড়ি নিয়ে বাড়ি ফিরি।এমন ভাবে ডিজেলের সাথে পানির মিশ্রণ থাকার অভিযোগ তুলে ধরেন বেশ কয়েকজন চালক। এ বিষয়ে পাম্পের ম্যানেজারের কাছে বলতে গেলে তিনি দুর্ব্যবহার করেন বলে জানান ভুক্তভোগীরা। পাম্প মালিক গনি উল আজম বলেন অনেক সময় রিজার্ভার টাংকি এমনটি হতে পারে। এটা সব পাম্পেই হয়। তবে যাদের এই ধরনের সমস্যা হয়েছে তাদের তেল পরিবর্তন করে দেওয়া হবে






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply