দিল্লিতে ডোনাল্ড লু’র সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো
বাংলাদেশে দু’দিনের সফর শেষে রোববার (১৫ সেপ্টেম্বর) আবারও ভারতের দিল্লিতে গেছেন যুক্তরাষ্ট্রে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সেখানে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে ইউক্রেনের টেকসই শান্তি প্রতিষ্ঠার বিষয় ছাড়াও প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি সহযোগিতা এবং মহাকাশ বিষয়ক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।
বা
২ মিনিটে পড়ুন
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড লু’র ভারত সফর নিয়ে সোমবার একটি মিডিয়া নোট প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে লু’র বৈঠককে ‘ইউএস-ইন্ডিয়া ২+২ ইন্টারসেশনাল ডায়ালগ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কয়েকটি ছবি পোস্ট করেন ভারতের পররাষ্ট্র দফতরের মুখপাত্র রনধির জয়সওয়াল।
ভারতীয় গণমাধ্যম বলছে, বৈঠকে মার্কিন প্রতিনিধি হিসেবে ছিলেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি অ্যাফেয়ার্সের প্রধান উপ-সহকারী প্রতিরক্ষা সচিব জেদিদিয়া পি. রয়েল।
ভারত থেকে দুজন উচ্চপদস্থ কর্মকর্তা আলাপে অংশ নেন। তারা হলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাগরাজ নাইডু এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক যুগ্ম সচিব বিশ্বেশ নেগি।
বৈঠকে প্রতিরক্ষা, মহাকাশ ও বেসামরিক বিমান চলাচল, পরিবেশবান্ধব জ্বালানি সহযোগিতা এবং শিল্প ও লজিস্টিক সমন্বয় নিয়ে আলাপ করেন তারা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউএস-ইন্ডিয়া ২+২ ইন্টারসেশনাল ডায়ালগে কর্মকর্তারা ইন্দো-প্যাসিফিক ও বিশ্বের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়েও কথা বলেন। এর মধ্যে রয়েছে ইউক্রেনে একটি কার্যকর ও টেকসই শান্তিপূর্ণ সমাধান। সেই সঙ্গে গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তার ব্যাপারেও সমর্থন জানান তারা।
ভারতের সঙ্গে চলমান অংশীদারিত্ব আরও বৃদ্ধি এবং জনগণের মধ্যে সম্পর্ক সম্প্রসারণের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ডোনাল্ড লু ও জেদিদিয়া পি. রয়েল। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে এর আগেও এ ধরনের বৈঠক হয়েছে। এবারের বৈঠকে বাংলাদেশ নিয়ে কোনো আলাপ হয়েছে কিনা তা মার্কিন মিডিয়া নোটে উল্লেখ করা হয়নি।
এর আগে শনিবার (১৪ সেপ্টেম্বর) ভারত থেকে বাংলাদেশে আসেন ডোনাল্ড লু। বাংলাদেশে তিনি যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থ বিষয়ক সহকারি সেক্রেটারি ব্রেন্ট আইজ্যাক নেইম্যানের নেতৃত্বে প্রতিনিধিদলে যোগ দেন। বাংলাদেশে দুদিনের সফর শেষে রোববার তিনি ফের দিল্লি সফরে যান
Tag: world

No comments: