দাবানলের কারণে বলিভিয়ায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা
বলিভিয়ার বনাঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। শনিবার ( ৭ সেপ্টেম্বর) এই ঘোষণা দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্সের।
বলিভিয়ায় দাবানলের কারণে জাতীয় জরুরি অবস্থা জারি করেছে সরকার। ছবি: সংগৃহীত
এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রী এডমুন্ডো নোভিলো বলেছেন, এ অবস্থায় বলিভিয়ায় দ্রুত আন্তর্জাতিক সমর্থন প্রয়োজন।
নোভিলো বলেন, ‘আশা করি আমাদের বন্ধুত্বপূর্ণ দেশগুলো থেকে এবং আন্তর্জাতিকভাবেও দ্রুত এবং কার্যকর সমর্থন পাওয়া যাবে।
আরও পড়ুন:আমাজনে ভয়াবহ দাবানল, পুড়ল ৭০০ বর্গকিলোমিটার
ব্রাজিলের আগুন নিরীক্ষণকারী সংস্থা জানায়, এ বছর ২০১০ সালের পর থেকে সবচেয়ে বেশি সংখ্যক দাবানল হয়েছে বলিভিয়ায়। চলতি বছরে দাবানলে অন্তত ৩ মিলিয়ন হেক্টর জমি পুড়ে গেছে।
অনাবৃষ্টির পর জুলাই মাসে অস্বাভাবিকভাবে আগাম আগুনের মৌসুম শুরু হওয়ার পর দক্ষিণ আমেরিকা এখন সর্বোচ্চ আগুনের মৌসুম পার করছে যা আগস্ট এবং সেপ্টেম্বর পর্যন্ত বিস্তৃত।
ব্রাজিলেও সম্প্রতি পর পর বেশ কয়েকটি বড় দাবানল হয়েছে। অ্যামাজন রেইনফরেস্টে রেকর্ড খরার পর দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে দেশটিতে।
No comments: