শান্তিরক্ষীদের ওপর গুলিবর্ষণ বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
লেবাননে কর্মরত জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সদস্যরা। এএফপির ফাইল ছবি
লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘাত চলাকালে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর গুলি চালানো বন্ধের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটিতে কর্মরত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওপর ৪৮ ঘণ্টায় দুবার গুলিবর্ষণের ঘটনা ঘটে। খবর বিবিসির।
শুক্রবার (১১ অক্টোবর) ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) স্বীকার করেছে, লেবাননে কর্মরত জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীতে (ইউনিফিল) থাকা দুই শ্রীলঙ্কার সৈন্য আহত হওয়ার ঘটনায় তারা জড়িত।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, নাকোরায় ইউনিফিলের ঘাঁটির আশপাশে একটি হুমকি চিহ্নিত করার পর সেখানে গুলি চালায় আইডিএফ সৈন্যরা। ঘটনাটি সর্বোচ্চ পর্যায়ে তদন্ত করা হবে।
এ ছাড়া বৃহস্পতিবার ইসরায়েলি ট্যাংক একটি পর্যবেক্ষণ টাওয়ারের দিকে গুলি চালালে ইউনিফিলের দুই ইন্দোনেশীয় সৈন্য সেখান থেকে পড়ে আহত হয়।
Advertisement
ফ্রান্স, ইতালি ও স্পেনের নেতারা এক যৌথ বিবৃতিতে নিন্দা জানিয়ে বলেছে, ইসরায়েলের এসব কর্মকাণ্ড অযৌক্তিক এবং অবিলম্বে এর অবসান হওয়া উচিত।
শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় দুই সৈন্যকে আহত করার ঘটনায় আইডিএফের তীব্র নিন্দা করেছে।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রধান বলেছেন, লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের স্থাপনায় সরাসরি গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে বিশ্বাস করার কারণ রয়েছে। যদিও তিনি ঘটনার কোনো বর্ণনা দেননি।
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের আক্রমণ অব্যাহত থাকায়, আইডিএফ ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দেশ দুটির সীমান্তজুড়ে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপ করছে। আইডিএফ বলেছে, শুক্রবার আধা ঘণ্টার মধ্যে লেবানন থেকে উত্তর ইসরায়েলে প্রায় ১০০টি রকেট প্রবেশ করেছে বলে তারা শনাক্ত করেছে। দুটি মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) লেবানন থেকে আসার সময় শনাক্ত করা হয়, যার মধ্যে একটিকে আটকানো সম্ভব হয়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননের সিডন শহরে ইসরায়েলি অভিযানে দুই বছরের এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। লেবাননের সেনাবাহিনী বলেছে, দক্ষিণ লেবাননের কাফরা শহরে ইসরায়েলি বাহিনী একটি সেনা চৌকি লক্ষ্য করে হামলা করলে দুই সেনা নিহত হয়েছে।
ইসরায়েলি বাহিনী গত মাসে লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করে। লেবানন কতৃপক্ষ বলেছে, সম্প্রতি শুরু হওয়া এই অভিযানে ইতোমধ্যে দু হাজার জনের বেশি নিহত হয়েছে এবং কয়েক লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে
No comments: