ইসরাইলে ইরানের হামলা: বাইডেন ও কামালাকে তোপ ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের কড়া সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরাইলে ইরানের নজিরবীহিন হামলার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, আমি ক্ষমতায় থাকলে ইরান ইসরাইলের ওপর কখনই এ হামলা করতে পারত না।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
বুধবার (২ অক্টোবর) জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে উইসকনসিনের ওয়ানাকিতে এক অনুষ্ঠানে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি জিতলে বিশ্বে আবারও শান্তি ফিরে আসবে। আমি গ্যারান্টি দিচ্ছি, আমরা আবারও বিশ্বে শান্তি ফিরে পাব।’
ট্রাম্প বলেন, ‘কিছুক্ষণ আগে ইরান ইসরাইলে ১৮১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আমি দায়িত্বে থাকলে মঙ্গলবার ইসরাইলের ওপর কখনোই হামলা হত না।’
আরও পড়ুন: এক্সিওসের প্রতিবেদন / যেকোনো সময় ইরানে হামলা, লক্ষ্য তেল উৎপাদন কেন্দ্র
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘দীর্ঘকাল ধরেই আমি তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলছি। আমি ভবিষ্যদ্বাণী করতে চাই না। কেননা সেগুলো সত্য হয়ে যায়। তবে সেগুলো বিশ্বব্যাপী বিপর্যয়ের খুব কাছাকাছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের একজন অস্তিত্বহীন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট আছেন। কিন্তু কেউ জানে না কি হচ্ছে।'
কামালা হ্যারিসের সমালোচনা করে ট্রাম্প আরও বলেন, কামালা যদি আরও চার বছর সুযোগ পান, তবে পৃথিবী ধোঁয়ায় হারিয়ে যাবে। তিনি যদি নভেম্বরের নির্বাচনে জয়ী হন তবে বিশ্বমঞ্চে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেবে।
মঙ্গলবারের (১ অক্টোবর) ইসরাইলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইরান ১৮০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে কিছু ‘হাইপারসনিক ফাত্তাহ’ ক্ষেপণাস্ত্রও ছিল, যেগুলোর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০ হাজার মাইল বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: ইসরাইলে প্রথম হাইপারসনিক মিসাইল হামলার দাবি ইরানের
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড এক বিবৃতিতে দাবি করেছে, তারা ইসরাইলে আক্রমণ করার জন্য প্রথমবারের মতো ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করেছে এবং ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
No comments: