গাংনীর বামন্দীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিশেষ টাস্কফোর্সের ৩ হাজার টাকা জরিমানা করেছে
গাংনীর বামন্দীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিশেষ টাস্কফোর্সের অভিযান
গাংনীর বামন্দী বাজারের বাদল ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করেছে মেহেরপুরের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিশেষ টাস্কফোর্স। আজ সোমবার বিকেলে এ অভিযান চালানো হয়। সেই সাথে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সর্তক করা হয়।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিশেষ টাস্কফোর্স সুত্রে জানা গেছে, মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলামের নেতৃত্বে বিশেষ টাস্কফোর্স টিম বামন্দী বাজারের বাদল ট্রেডার্সে অভিযান চালায়। এসময় মূল্য তালিকা না থাকায় অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬এর ৬/১ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে মূল্য তালিকা না থাকায় তাদেরকে সতর্ক করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা ক্যাবের সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুজাহিদুল ইসলাম। অভিযানে সহায়তা করেন বাংলাদেশ সেনা বাহিনীর একটি টিম
No comments: