Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ‘ ত্রিশ বছর পর অলৌকিকভাবে বাবা ওমর কে খুঁজে পেয়েছি বৃটিশ তরুণী’




‘ ত্রিশ বছর পর অলৌকিকভাবে বাবা ওমর কে খুঁজে পেয়েছি বৃটিশ তরুণী’

সকালে লন্ডন শহরের ফাইভ গাইজ কোভেন্টের সামনের ফুটপাতে বসে ছিলেন হাড়–জিরজিরে এক বৃদ্ধ। গৃহহীন, হতদরিদ্র। খানিক দূরেই দাঁড়িয়ে একটি মেয়ে। কিছুক্ষণ ইতস্তত করে মেয়েটি এগিয়ে গেলেন বৃদ্ধের কাছে। জিজ্ঞেস করলেন, ‘আপনার নাম কি ওমর?’ লোকটি মাথা তুলে মেয়েটির দিকে তাকালেন। দুই সেকেন্ড অপেক্ষা করে মাথা নেড়ে বললেন, হ্যাঁ। ব্যস, আর কোনো কথা না বলে একে অপরকে জড়িয়ে ধরলেন দুজন। এভাবেই দীর্ঘ ৩০ বছর পর হারিয়ে যাওয়া বাবাকে ফিরে পান যুক্তরাজ্যের তরুণী এপি এলিস। বাবা–মেয়ের আলিঙ্গনের সেই মুহূর্ত পথচারীদের দৃষ্টি ছাড়া ধরা পড়েছে ৭ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপেও। খুব ছোটবেলায় হারিয়ে যাওয়া বাবাকে ফিরে পাওয়ার গল্পটা বিবিসিকে শুনিয়েছেন এলিস। এলিস তখন একেবারেই শিশু। সবে হাঁটতে শিখেছেন। হঠাৎ কাউকে কিছু না জানিয়ে নিরুদ্দেশ হয়ে যান তাঁর বাবা ওমর। সেটি ছিল ৪ উনিশ মত চুরানব্বই সাল। এরপর পেরিয়ে গেছে ত্টিরিশ বছর। এতগুলো বছরের প্রতিটি মুহূর্তই বাবাকে খুঁজে বেরিয়েছে এলিসের দৃষ্টি। বাবা কাছে না থাকলেও তাঁর লেখা চিঠি, জন্মদিনের কার্ড এবং অনেক ছবি ছিল এলিসের আছে। সেগুলোই বাবাকে খোঁজার প্রেরণা জুগিয়েছে। তিনি বলেন, ‘বোঝার পর থেকে বাবাকে পাইনি, কিন্তু তাঁর রেখে যাওয়া সবকিছু আমাকে ভাবাত। একবার হলেও বাবাকে দেখতে ইচ্ছা করত।’ সঙ্গে সঙ্গেই গৃহহীনদের সহায়তা করে এমন দাতব্য সংস্থা ও কাউন্সিল এজেন্সিগুলোয় খোঁজ করতে শুরু করেন এলিস। তবে তথ্যের সুরক্ষার জন্য সেসব জায়গা থেকে কোনো নির্দিষ্ট ব্যক্তির তথ্য পাওয়া ছিল দুষ্কর। তবু চেষ্টা চালিয়ে যেতে থাকেন এলিস।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply