মুজিবনগরের আনন্দবাস প্রিমিয়ার ক্রিকেটে লীগে আমঝুপি একাদশ জয়লাভ
মুজিবনগর উপজেলার আনন্দবাস এক্সপ্রেস এর উদ্যোগে আনন্দবাস প্রিমিয়ার ক্রিকেটে লীগে আমঝুপি উত্তরপাড়া একাদশ জয়লাভ করেছে।
রবিবার বিকালে আনন্দবাস মাঠে অনুষ্ঠিত খেলায় আমঝুপি উত্তরপাড়া একাদশ ৫ উইকেটে মোনাখালি একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে মোনাখালি একাদশকে ১৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে। দলের পক্ষে বকুল ২১ রান করেন। আমঝুপি উত্তরপাড়া একাদশের রাজন তিনটি, রউফ দুটি উইকেট দখল করেন।
জবাবে খেলতে নেমে আমঝুপি উত্তরপাড়া একাদশ ১১.৪ ওভারে ৫ টি উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় । দলের পক্ষে সাব্বির ২৫ রান করেন। রউফ ৩ টি উইকেট লাভ করেন।বিজয়ী দলের রউফ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
খেলা শেষে ম্যান অব দা ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়। সজীব স্পোর্টসের পক্ষ থেকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেওয়া হয়। আনন্দবাস গ্রামের প্রাক্তন খেলোয়াড় ইলিয়াস হোসেন, তোতারুল ইসলাম ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।
No comments: