কলেজ ছাত্রী অপহরণ মামলার আসামি গাংনী উপজেলার ধানখোলা মাঠপাড়ার শিমুল কে গ্রেফতার
কলেজ ছাত্রী অপহরণ মামলার আসামি গাংনী উপজেলার ধানখোলা মাঠপাড়ার শিমুল কে গ্রেফতার,
এ ব্যাপারে মেহেরপুর সদর থানার উপপরিদর্শক বিকাশ মজুমদার
জানান, মেহেরপুর সদর থানার কালিগাংনী গ্রামের ছহিরুল ইসলামের মেয়ে কলেজ ছাত্রী সাদিয়া আক্তারকে অপহরণের অভিযোগ এনে তাঁর পিতা ছহিরুল ইসলাম একটি অপহরণ মামলা দায়ের করেন। নারী ও শিশু নির্যাতন দমণ আইনের ৭/৩০ ও সড়ক পরিবহণ আইনের ৯৮/১০৫ ধারায় দায়ের করা সদর থানার মামলা নং ১, তারিখ ০১/১১/২৪ ইং।
মেহেরপুরে কলেজ ছাত্র অপহরণ মামলার আসামী শিমুল হোসেন কে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। শিমুল গাংনী উপজেলার ধানখোলা মাঠপাড়া এলাকার রাইতাল হোসেনের ছেলে।
আজ বৃহস্পতিবার গ্রেফতারকৃত শিমুলকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান উপপরিদর্শক বিকাশ মজুমদার।
No comments: