মেহেরপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত
।
মেহেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর বিকেল ৩ টার সময় মেহেরপুর শহরের ড.শহীদ সামসুজ্জোহা পার্কে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন, মেহেরপুর জেলা আমির মাওলানা মোঃতাজ উদ্দিন খান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তিনি বলেন কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয়,সংস্কারের পর যৌক্তিক সময়ে নির্বাচন হবে, তবে এই যৌক্তিক সময় কতদিন বা কত বছর তা নির্দিষ্ট করে বলা যাবে না। নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন ও নির্বাহী বিভাগ সংস্কারের পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলেই নির্বাচন হতে পারে।বিএনপির সহ দেশের সব রাজনৈতিক সংগঠনের সাথে জামায়াতের গভীর সম্পর্ক রয়েছে। ইসলামী আন্দোলনের দলগুলো সহ সব দলের সাথে সংলাপ চলছে। গণতন্ত্রের স্বার্থে যারা ঐক্যবদ্ধ থাকবে তাদের সাথেই জোটবোদ্ধ নির্বাচন করবে জামায়াত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন, কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও অঞ্চল টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস, কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হোসেন ও চুয়াডাঙ্গা জেলা আমির এ্যাড. রুহুল আমিন।
জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার সেক্রেটারী মাওলানা মোঃ কাজী রুহুল আমিনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেনজেলা শাখার সেক্রেটারী মো. ইকবাল হুসাইন, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী আব্দুস সালাম, গাংনী পৌর মোঃ আমির আহসানুল হক, মেহেরপুর পৌর আমির মোঃ সোহেল রানা ডলার, সদর উপজেলা আমির মাওলানা মোঃ সোহেল রানা, গাংনী উপজেলা আমির ডা. রবিউল ইসলাম, জেলা নায়েবে আমির।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মো. আজিজুল হক।
এসময় বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার নেতাকর্মীর অংশ গ্রহণে করেন।
No comments: