ইসরাইলি নেতাদের মৃত্যুদণ্ড দেয়ার আহ্বান খামেনির
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইসরাইলি নেতাদের মৃত্যুদণ্ড দেয়া উচিত। গ্রেফতারি পরোয়ানা যথেষ্ট নয়। সোমবার (২৫ নভেম্বর) এ কথা বলেন খামেনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
ইসরাইলের নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা যথেষ্ট নয়, তাদের মৃত্যুদণ্ড দেয়া উচিত বলে মন্তব্য করেন খামেনি। ছবি: সংগৃহীত
গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু, তার সাবেক প্রতিরক্ষা প্রধান এবং হামাস নেতা ইব্রাহিম আল-মাসরির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারি করার ঘোষণার পর এই মন্তব্য করলেন খামেনি।
খামেনি বলেন, ‘তারা গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, যা যথেষ্ট নয়। এই অপরাধী নেতাদের জন্য মৃত্যুদণ্ড জারি করা উচিত।’
আরও পড়ুন:ইসরাইলকে ‘জবাব’ দেয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান
আইসিসির বিচারকরা বলেছেন, নেতানিয়াহু এবং ইয়োভ গ্যালান্টকে গাজার বেসামরিক জনগণের বিরুদ্ধে ব্যাপক এবং পরিকল্পিত হামলা চালানোর পাশাপাশি হত্যা, নিপীড়ন এবং অনাহারে রাখাসহ বিভিন্ন কর্মকাণ্ডকে অস্ত্র হিসেবে ব্যবহার করার পেছনে যথেষ্ট প্রমাণ রয়েছে। যা অপরাধমূলক কাজ বলে বিবেচ্য।
আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় ইসরাইলে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। একে লজ্জাজনক এবং অযৌক্তিক বলে দাবি করেছে ইসরাইলিরা। অন্যদিকে গাজার বাসিন্দারা আশা প্রকাশ করেছেন যে, এই সিদ্ধান্ত গাজায় সহিংসতা বন্ধ করতে এবং যুদ্ধাপরাধের জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে সহায়তা করবে।
এদিকে, হামাস নেতা, ইব্রাহিম আল-মাসরির বিরুদ্ধেও গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালানোর সময় ব্যাপক গণহত্যা চালানোর অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ধর্ষণ ও জিম্মি করার অভিযোগও রয়েছে।
আরও পড়ুন:প্রতিবেদন বলছে কোমায়, কিন্তু প্রকাশ্যে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি!
যদিও ইসরাইল বলেছে, তারা জুলাই মাসে একটি বিমান হামলায় মাসরিকে হত্যা করেছে, যিনি মোহাম্মদ দেইফ নামেও পরিচিত। তবে হামাস এটি নিশ্চিত করেনি; আবার অস্বীকারও করেনি।
Tag: world
No comments: