মরিচের ক্যাংকার রোগ ও প্রতিরোধ
রোগের নামঃ
মরিচের ক্যাংকার রোগ ও প্রতিরোধ
লক্ষণঃ
এ রোগে আক্রান্ত পাতায় নিচের দিকে প্রথমে ছোট ছোট পানিভেজা দাগ দেখা যায় আস্তে আস্তে দাগগুলো বড় হয় এবং কান্ডে ক্যাংকারের ক্ষত দেখা যায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
রোগ দেখা দিলে প্রাথমিক পর্যায়ে আক্রান্ত গাছ অপসারণ করা ।
পানি নিস্কাষনের ভাল ব্যবস্থা করা।
নাইট্রেজেন সার ভাগ ভাগ করে কয়েকবারে প্রয়োগ করা।
জমিতে নাইট্রেজেন সার একবারে প্রয়োগ করবেন না।
সুস্থ গাছ থেকে বীজ সংগ্রহ করা।
সুষম সার ব্যবহার করা।
প্রোভেক্স বা হোমাই বা বেনলেট ১% দ্বারা বীজ শোধন করা ।
No comments: