আশশেওড়া বা মটকিলা গাছের যত ঔষধি গুণ!
আশশেওড়া বা মটকিলা গাছের যত ঔষধি গুণ!
১৷ আশশেওড়া গাছের উপকারিতা
আশশেওড়া গাছ প্রকৃতির অপার দান। অনেক গুণবতী এই গাছ। এই গাছ মানব জাতির অনেক উপকারে আসে।
২, পাতার রস লিভারের সমস্যা, কাশি, ও বাত রোগের উপশম করে।
৩, রক্তশূন্যতা ও জণ্ডিসের চিকিৎসায় কার্যকরি হিসেবে ব্যবহার করা হয়।
৪, ডায়রিয়া, কাশি, রক্তশূন্যতা এবং জন্ডিসের চিকিৎসায় ব্যবহৃত হয়।
৫, পাতার রস ব্যবহৃত হয় জ্বর, যকৃৎ পীড়া এবং কৃমিনাশক।
৬. এর পাতা আদার সাথে মিশিয়ে পেস্ট তৈরি করা হয় যা চর্মরোগ, অন্যান্য চর্ম পীড়ায় ব্যবহার করা হয়।
নাম: আশশেওড়া
ইংরেজি: orangeberry এবং gin berry
বৈজ্ঞানিক নাম: Glycosmis pentaphylla
গ্রাম বাংলায় মটকিলা বা আশটিল বা আশটেল নামেও গাছটি পরিচিত। একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। বাংলাদেশের প্রায় সর্বত্র এদের দেখা যায়। এরা যেকোনো পরিবেশে সহজে বেড়ে উঠতে পারে। আশশেওড়া তিন থেকে চার ফুট উঁচু হতে পারে। কিছু কিছু গাছ ছয় ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। কাণ্ডের রং ধূসর। কাণ্ড বেশ শক্ত। পাতার রং সবুজ। আশশেওড়ার চারা বীজ থেকে জন্মায়। পাতার দৈঘ্য তিন থেকে চার ইঞ্চি। পাতা পাতলা, মসৃণ। আশশেওড়া গাছের মূল সিদ্ধ নির্যাস মুখমন্ডলের প্রদাহে ব্যবহৃত হয়।
ফুল খুব ছোট, সবুজাভাব সাদা রঙের। এর প্রতি ফুলে ৫ টা করে পাঁপড়ি থাকে। ফুল হালকা মিষ্টি গন্ধযুক্ত হয়। ফল গুলো সবুজ রঙের হয়ে থাকে। তবে ফল পাকলে গোলাপি রং ধারণ করে ফেলে। এ ফল মটর দানার চেয়ে সামান্য বড়। প্রতিটি থোকায় বিশ থেকে পঞ্চাশটা পর্যন্ত ফল থাকে। রাস্তার দুই ধার, বাড়ির পেছনে, পুকুর পাড়ে, নদীর ধারে, ঘন ঝোপের ভেতরে প্রায় সকল জায়গাতেই জন্মাতে পারে।
No comments: