ট্রাম্পের মন্ত্রিসভায় দুর্নীতি-মাদকাসক্তিতে অভিযুক্তদের নাম, সমালোচনার ঝড়
ক্ষমতা গ্রহণের আগেই যুক্তরাষ্ট্রের নতুন মন্ত্রিসভা গঠনে ব্যস্ত হয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের পছন্দের ব্যক্তিদের দিচ্ছেন বিভিন্ন দফতরের দায়িত্ব। তবে ট্রাম্পের মন্ত্রিসভায় দুর্নীতি, মাদকাসক্তির মতো গুরুতর দায়ে অভিযুক্ত ব্যক্তিদের নাম উঠে আসায় দেশটির রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
২ মিনিটে পড়ুন
স্থানীয় সময় বুধবার (১৩ নভেম্বর) বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে কংগ্রেস সদস্য ম্যাট গিটজের নাম ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। যা এরইমধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। কংগ্রেসে ম্যাটের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, মাদকাসক্তির মতো বিভিন্ন অনৈতিক কমর্কাণ্ডের তদন্ত চলছিল।
কিন্তু অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার পরেই কংগ্রেস থেকে পদত্যাগ করায় চলমান সব তদন্ত থেকে রেহাই পেয়ে যান তিনি।
নানা কারণে মার্কিনিদের তোপের মুখে পড়া সাবেক ডেমোক্র্যাট নেত্রী তুলসি গ্যাবার্ডকে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। নির্ভীক ব্যক্তিত্বের জন্যই তুলসিকে এই পদে নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: ফের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ইঙ্গিত, সংবিধান ভাঙবেন ট্রাম্প?
ডেমোক্র্যাট হিসেবে রাজনৈতিক জীবন শুরু করলেও, গেল নির্বাচনে ভোল পাল্টে ট্রাম্পের পক্ষে অবস্থান নেন তুলসি। তার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রোপাগান্ডা প্রচারের অভিযোগ ওঠে। এছাড়া, মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্পের কঠোর সমালোচনা করতেও দেখা গেছে তুলসিকে। সিরিয়া যুদ্ধে বাসার আল আসাদের বিরুদ্ধে সমালোচনা করেও মার্কিনদের তোপের মুখে পড়তে হয় তুলসিকে।
এছাড়া প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথকে বেছে নেয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন পেন্টাগনের সাবেক সদস্যরা। মার্কিন সেনাবহরের দায়িত্ব গ্রহণের পাশাপাশি প্রেসিডেন্টকে পরামর্শ দেয়া মতো যোগ্যতা ‘অনভিজ্ঞ’ পিটের আছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিও-এর নাম ঘোষণা করেছেন ট্রাম্প। এই প্রথম লাতিনো বংশোদ্ভূত কোনো রাজনীতিক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হবেন।
আরও পড়ুন: মার্কিন গোয়েন্দা সংস্থার পরিচালক হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত
অভিবাসনসহ বিভিন্ন ইস্যুতে ট্রাম্প ও রুবিও একে অপরের তীব্র সমালোচনা করেছেন। চীন ও ইরানের পররাষ্ট্রনীতি নিয়ে রুবিও’র কঠোর অবস্থানের জন্যই তাকে এ পদের জন্য বেছে নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
No comments: