তুলার এ্যানথ্রাকনোজ রোগ পাতা, কান্ড ও ফলের উপর দাগ পড়ে
তুলার এ্যানথ্রাকনোজ রোগ পাতা, কান্ড ও ফলের উপর দাগ পড়ে
রোগের নামঃ
তুলার এ্যানথ্রাকনোজ রোগ Anthracnose of Cotton (Glomerella gossypii), ছত্রাকজনিত রোগ।
লক্ষণঃ
এ রোগের আক্রমণে বীজ দল, পাতা, কান্ড ও ফলের উপর দাগ পড়ে।
পাতা ও কান্ডে কিছু কিছু বাদামী দাগ পড়ে।
অর্ধবয়স্ক ফলে লালচে কিনারাযুক্ত নিচু ধরণের বাদামী দাগ পড়ে এবং রোগের তীব্রতায় ফল বিকৃত হয়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
আক্রান্ত পাত, কান্ড, ফল সংগ্রহ করে পুড়ে ফেলা।
রোগমুক্ত বীজ ব্যবহার করা।
আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ না করা।
বীজ বপনের পূর্বে বীজ শোধন করতে হবে।
প্রতি লিটার পানিতে ২.৫ গ্রাম ডাইথেন এম- ৪৫ বা ০.৫ মিলি ঠিল্ট ২৫০ ইসি মিশিয়ে স্প্রে করতে হবে।
No comments: