গাংনী উপজেলা বিএনপির আয়োজনে হাইস্কুল ফুটবল মাঠে বিশাল গণ-সমাবেশ অনুষ্ঠিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে গাংনী হাইস্কুল ফুটবল মাঠে গণ-সমাবেশের আয়োজন করে গাংনী উপজেলা বিএনপি। বুধবার বিকেল ৩টা থেকে গাংনী উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা গণ-সমাবেশে যােগ দিতে থাকলে,জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মতিয়ার রহমান মােল্লা। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। সমাবেশে প্রধান বক্তা ছিলেন মেহেরপুর জেলা কৃষকদলের আহবায়ক মাহবুবুর রহমান। জাসাস নেতা সুরেলী আলভীর সঞ্চালনায়-সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হােসেন। এসময় বক্তব্য রাখেন যুবদল নেতা শাহিবুল ইসলামসহ বিএনপির জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। আয়োজনের প্রথমে গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে উপজেলা শহরের প্রধান প্রধান সড়কে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব প্রদান করেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। এসময় বিএনপির জেলা,উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এবং হাজার হাজার সমর্থকরা শােভাযাত্রায় অংশগ্রহণ করেন।
No comments: