মেহেরপুরের শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি মুকুল, সম্পাদক লিটন নির্বাচিত হয়েছে।
মেহেরপুরের শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি মুকুল, সম্পাদক লিটন নির্বাচিত হয়েছে।
শনিবার সকালে মেহেরপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনে দ্বিবার্ষিক সম্মেলন পৌর কমিউনিটি সেন্টারে সম্মেলনের আয়োজন করা হয়। দ্বি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান।মেহেরপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডা রেশনের সভাপতি মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে ও ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ শাকিল হোসেন সাব্বির সঞ্চালনে এ সময় বক্তব্য রাখেন যশোর অঞ্চলের সংগঠনের পরিচালক মোঃ আখতারুজ্জামান, সহকারি পরিচালক মোঃ মশিউর রহমান, মেহেরপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওলানা মোঃ তাজ উদ্দিন খান, উপদেষ্টা মন্ডলীর মধ্যে থেকে বক্তব্য রাখেন মেহেরপুর সদর মোহাম্মদ সোহেল রানা, মেহেরপুর সদর পৌরসভা মোঃ সোহেল ডলার, গাংনী উপজেলা মোঃ রবিউল ইসলাম, মুজিবনগর উপজেলা মাওলানা মোঃ খান জাহান আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় নিজেদের দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে একত্রিত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা করা হয়।
দ্বি-বার্ষিক সম্মেলনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্যদের ভোটে সভাপতি সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়। সভাপতি হিসেবে নির্বাচিত হোন আব্দুর রউফ মুকুল এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হোন আবুল কাশেম লিটন। আগামী দুই বছরের জন্য পচিশ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয় ।
সম্মেলনে মেহেরপুর জেলার তিন উপজেলার বিভিন্ন পেশায় কর্মরত শ্রমিকরা অংশগ্রহণ করে।
No comments: