Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » মেহেরপুরে আন্তঃজেলা দস্যু ও চোর চক্রের ৮ জন কে আটক করেছে পুলিশ




মেহেরপুরে আন্তঃজেলা চুরি যাওয়া মোটরসাইকেল, ইজিবাইক ও ব্যাটারী চালিত ভ্যান উদ্ধার দস্যু ও চোর চক্রের ৮ জন কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার মেহেরপুর জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে জানা গেছে, গত উনত্রিশ অক্টোবর রাতে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শিবপুর সড়কের সংযোগস্হলে অজ্ঞাতনামা ৩/৪ জন দস্যু একটি টিভিএস এ্যাপাচি আরটিআর মোটরসাইকেল ছিনিয়ে নেয়।

এই সংক্রান্তে মেহেরপুর সদর থানায় মামলা নম্বর- পনেরো তারিখ ১২-১১-২০২৪ রুজু হয়। অত্র মামলার তদন্ত কালে অফিসার ইনচার্জ মেহেরপুর সদর থানার নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আই (নি:) অরুণ কুমার দাস মেহেরপুর সদর থানা , এস আই(নি:) মো মনিরজ্জামান মিলন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মেহেরপুর দের সমন্বয়ে একটি চৌকষ অভিযানিক দল তথ্যপ্রযুক্তি সহায়তায় মামলার ঘটনার সহিত সরাসরি জড়িত আসামি ১। মোঃ নাজির (৫৫) পিতা- মৃত ফকির আলী সাং-সাহেবনগর ২) মোঃ ফারুক হোসেন @ বেল্টূ আলী (৪১) পিতা-মো কোরবান আলী @ কাবরান আলী নওয়াপাড়া (সুইচ গেটের পাশে) উভয় থানা-গাংনী জেলা-মেহেরপুর ৩) সাহেব আলী (৪৫) পিতা-মো আব্দুল হাকিম সাং-রামনগর থানা ও জেলা-মেহেরপুর ৪) মোঃ লিটন আলী @ লিটন মেম্বার (৪২) পিতা- মৃত নূরুল ইসলাম @ নুরু মেলেটারী সাং-কাজীপুর হাজিপাড়া থানা-গাংনী জেলা-মেহেরপুর ৫) মোঃ পারভেজ আহম্মেদ @ পল্টূ (৪৩) পিতা- মৃত রেজাউল হক সাং-তেকালা পশ্চিম পাড়া A/P সাং-মথুরাপুর পশিম পাড়া শ্বশুর হারেজ উদ্দিন বিশ্বাস এর বাড়ি থানা-দৌলতপুর জেলা-কুষ্টিয়া দের কে গাংনী থানা, মেহেরপুর সদর থানা কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় অভিযান পরিচালনা করিয়া আসামিদের গ্রেফতার করেন। পরবর্তীতে আসামিদের স্বীকারোক্তি মোতাবেক মামলার লুণ্ঠনকৃত মোটরসাইকেলটি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply