হাত-মাথা কাঁপুনি স্নায়ুবিক রোগ, যেভাবে রাখবেন নিয়ন্ত্রণে
হাত-মাথা কাঁপুনি স্নায়ুবিক রোগ, যেভাবে রাখবেন নিয়ন্ত্রণে
ট্রেমর বা কাঁপুনি একটি নিউরোলজিক্যাল রোগ। ট্রেমরকে তিন ভাগে ভাগ করা যায়।
রেস্ট ট্রেমর : রেস্টে বা কোনো কাজ ছাড়াই হাত কাঁপতে থাকে। এটা সাধারণত পারকিনসন্স ডিজিজে পাওয়া যায়।
হাত কোনো জায়গায় রাখলে অনবরত কাঁপতে থাকে।
একশন ট্রেমর : কোনো কিছু ধরতে গেলে হাত কাঁপে। মস্তিষ্কের একটি অংশ হলো সেরেবেলাম। এখানে কোনো সমস্যা হলে এটি হতে পারে।
পসচুরাল ট্রেমর : হাত ছড়িয়ে দিলে তাতে কাঁপুনি দেখা যায়। পসচার বা শূন্যে অবস্থানের কারণে যে ট্রেমর হয় তাই পসচুরাল ট্রেমর। এটির আবার বিভিন্ন ভাগ আছে। এ ধরনের ট্রেমরের অন্যতম কারণ হলো এসেনশিয়াল ট্রেমর।
সাধারণত দুই হাতেই হয়, তবে এক হাতেও হতে পারে। অনেকের মাথা কাঁপে। এটাও কিন্তু এসেনশিয়াল ট্রেমর হতে পারে। কারো আবার কথা বলার সময় কথা কেঁপে কেঁপে আসে। এটাও এসেনশিয়াল ট্রেমরের অংশ। কারো কারো হাতের আঙুলও কাঁপতে পারে।
কারণ কী?
কোনো কারণ জানা যায় না। তবে কিছু কিছু কারণে কাঁপতে পারে। যেমন: হাইপোগ্লাইসেমিয়া, থাইরয়েড হরমোনের আধিক্য, স্ট্রেস, নার্ভের রোগ ইত্যাদিতে এ ধরনের কাঁপুনি দেখা যেতে পারে। তবে তা এসেনশিয়াল ট্রেমরের মতো এত দীর্ঘমেয়াদি হয় না। কাজেই এসেনশিয়াল ট্রেমর ডায়াগনোসিস করার আগে কিছু পরীক্ষা-নিরীক্ষা করার প্রয়োজন হয়।
পরামর্শ দিয়েছেন
ডা. হুমায়ুন কবীর হিমু
সহকারী অধ্যাপক
ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগ
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স
Tag: English News Featured others videos
No comments: