Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » কলেরা, রক্ত আমাশা রোগ সারতে পারে শিয়ালমুত্রা বা ডানকোনী




কলেরা, রক্ত আমাশা রোগ সারতে পারে শিয়ালমুত্রা বা ডানকোনী

১. কলেরায়: কুকসিমা পাতার আধা কাপ রসে ৮টি গোলমরিচ গুঁড়া করে মিশিয়ে লে একদিকে যেমন রোগীর প্রস্রাব হয় তেমনি অন্যদিকে পায়খানা বন্ধ হয়। ২. আর একটি বিশেষ প্রয়োগ ক্ষেত্র ফাইলেরিয়া বা শ্লীপদ রোগে কেবল এই রোগ কেন, বহুরোগ সম্পর্কেই দুটি চিকিৎসাশাস্ত্রের রোগ-বিজ্ঞানের চিন্তাধারা বিপরীতমুখী। ৪. রক্ত আমাশয়ে: কুকসিমা গাছের শিকড় ৫ গ্রাম এবং টক দই ৫ চামচ শিলে ভালোভাবে বেটে রোজ সকাল এবং বিকালে খেলে উপকার হয়। 5. ফিতা ক্রিমি: ছোট ও বড়দের পেটে ফিতা ক্রিমির উৎপাত বাড়লে কুকসিমা পাতার টাটকা রস সকালে খালিপেটে একবার খেলে ক্রিমি জীবন্ত অথবা মৃত অবস্থায় মলের সাথে চলে আসে। ৬. যাদের কোষ্ঠে সর্বদা ক্রিমি জমে, যার জন্যে বমি বমি ভাব, থুথু ওঠা, চোখে কালি পড়া এসব পরানো আমাশয়ের লক্ষণ, এসব ক্ষেত্রে সহদেবীর রস সকালে ১ থেকে ২ চামচ একটু গরম করে খেতে হয়, ৭. অনিয়মিত মাসিকে: ৩ থেকে ৪ মাস অন্তর হচ্ছে, তলপেট ও নিতম্ব ভেরে যাচ্ছে, তাঁরা এই গাছের রস ২ চামচ একটু গরম করে প্রত্যহ কিছুদিন একবার করে খেলে ঐ দোষটা চলে যাবে।। 8. প্রস্রাব সম্পূর্ণ বন্ধ হলে: গরমের সময় শরীরে পানির পরিমাণ কম হলে প্রস্রাব কমে যায় এবং অনেক সময় মোটেই হয় না। এছাড়াও মূত্রযন্ত্রের কাজে কোথাও বিঘ্ন ঘটলে প্রস্রাব আটকে যায়। ৯.পেট ব্যথায় (বায়র জন্য): আমাশয়ের জন্য নয়, কিন্তু এ ক্ষেত্রে ২ চামচ রস গরম জলে মিশিয়ে খেলে উপশম হয়। ১০. খিল ধরা: শুধু, হাটু দুটোতেই ধরে, ব্যথাও হয়; সেক্ষেত্রে এই সহদেবীর পাতার রস ২ চামচ জল মিশিয়ে খেতে হয়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply