প্রচলিত ধারণা | বাদুড় চোখে দেখতে পায় না
প্রকৃত ঘটনা | বাদুড়কে অন্ধ ভেবে প্রাণীপ্রেমীরা মনে কষ্ট পায়। মজার ব্যাপার হচ্ছে, বাদুড় অন্ধ নয়, তারাও চোখে দেখে। তবে তাদের দৃষ্টিশক্তি খুবই ক্ষীণ। তবু এদের চলাফেরা বা খাদ্য সংগ্রহে অসুবিধা হয় না। অন্ধকার রাতেও সামনে কোথায় কী আছে তা ঠিকই বুঝতে পারে। বাদুড় মুখ ও নাক দিয়ে শব্দতরঙ্গ সৃষ্টি করে সামনের বস্তু শনাক্ত করে। এ পদ্ধতিকে বলে ‘ইকোলোকেশন’। বাদুড়ের সৃষ্ট শব্দ সামনে বাধা পেলে প্রতিধ্বনি হিসেবে ফিরে এলেই তারা সামনের বস্তুর আকার, গঠন ও অবস্থান বুঝতে পারে। সে কারণেই বাদুড় অন্ধকারেও চলতে পারে। পরীক্ষায় দেখা গেছে, চোখ বেঁধে দিলে বাদুড়ের চলাফেরায় কোনো সমস্যাই হয় না। কিন্তু কান বেঁধে দিলে তারা চলতে পারে না। এতেই বোঝা যায়, শব্দ তাদের জন্য কত গুরুত্বপূর্ণ। কিন্তু তাই বলে বাদুড়কে অন্ধ ভাবাও ঠিক নয়।
No comments: