Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » কনকনে শীতের পোশাক কিনতে মেহেরপুরের খোলা বাজারে উপচে পড়া ভিড়




কনকনে ঠান্ডায় জড়িয়ে যাচ্ছেমেহেরপুরের নিম্ন য়ের মানুষ। গত দুই দিন মেহেরপুরের আকাশে সুর্যের দেখা মেলেনি। উত্তরীয় হিমেল হাওয়ায় শীতের পোশাক কিনতে বিপণী বিতানগুলোতে উপচে পড়া ভিড়। গার্মেন্টস দোকানের চেয়ে খোলা বাজারে পুরাতন পোশক কিনতে ভিড় বেশি। মেহেরপুর পৌর পশু হাট, মুজিবনগরের কেদারগঞ্জ বাজারের সামনে, গাংনী শহরে এবং বামুন্দি হাটে শীতের পুরানো পোশাক কিনতে সব শ্রেণীর মানুষ ভিড় জমাচ্ছে। শীতের পাশাপাশি হিমেল বাতাস কাবু হয়ে পড়েছে মানুষ। এতে বেড়ে গেছে গরম কাপড় কেনার হিড়িক। জেলা শহরের বিভিন্ন এলাকার ফুটপাতের দোকানগুলোতে জমজমাট হয়ে উঠেছে গরম কাপড়ের বেচা-কেনা। এসময় মেহেরপুর পৌর পশু হাটের পাশে পোশাক কিনতে আসা ইমদাদুল হক বলেন- রাস্তার পাশে ছাড়া আমাদের শীতের গরম পোশাক পরার সামর্থ্য নেই। তাই নাতী নাতনীর জন্য কম দামে শীতের গরম কাপড় কিনতে হাটে এসেছি।  জেলা শহরের ফুটপথের পাশে পুরাতন গরম কাপড়ের দোকানের দিকে ছুটছেন শহরের ক্রেতারা। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামাঞ্চলের   মানুষের। বিশেষ করে বয়ষ্ক এবং ছোট বাচ্চাদের।  মেহেরপুর জেলা শহরে পৌর কমিউনিটির সামনে, সোনালী ব্যাংকের সামনে, জেলা পরিষদের সামনের রাস্তার পাশে নারী পুরুষ ভিড় করে পছন্দের গরম কাপড় কিনতে দেখা যায়। বছরের অন্যান্য সময় তেমন কেনাবেচা না হলেও শীতের সময় এখানকার ব্যবসা বেশ জমজমাট থাকে। রিকশা চালক দিন মোহাম্মদের  (৩৮) সাথে কথা হয় জেলা পরিষদের সামনে পুরাতন গরম  কাপড় কেনাকালে। তিনি বলেন, আমরা গরীব মানুষ, কাঁচ দিয়ে ঘেরা দোকানে আমরা কিনতে পারিনা।  ফুটপাতে কমদামে ভালো শীতের কাপড় পাওয়া যায়। তাই শীতের সময়টায় পরিবারের সকলের জন্য এখান থেকেই শীতের কাপড় কেনা হয়ে থাকে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply