মেহেরপুরের বাসুদেব সাবিত্রী ও রসকদম্ব মিষ্টি
মেহেরপুরের বাসুদেব সাবিত্রী ও রসকদম্ব মিষ্টি
ব্রিটিশ শাসনামলে মেহেরপুরের আদি বাসিন্দা বাসুদেব প্রধান সাবিত্রী ও রসকদম্ব মিষ্টি তৈরির কৌশল আবিষ্কার করেন।
কোথায় পাবেন
সাবিত্রী ও রসকদম্ব মিষ্টি শুধুমাত্র মেহেরপুরে অবস্থিত বাসুদেব গ্র্যান্ড সন্স দোকানে বিক্রি করা হয়। দেশের আর অন্য কোথাও এই মিষ্টি বিক্রয় করা হয় না। প্রতিদিন ক্রেতাদের অগ্রিম অর্ডারের বাইরে তেমন অতিরিক্ত মিষ্টি তৈরি করা হয় না, ফলে দিনে গিয়ে মিষ্টি পাওয়ার সম্ভাবনা কম থাকে। তাই এখান থেকে মিষ্টি কিনতে চাইলে অগ্রিম অর্ডার করতে হয়।
কিভাবে যাবেন
রাজধানী ঢাকা থেকে সড়কপথে পদ্মা সেতু হয়ে মেহেরপুর জেলার দূরত্ব প্রায় ২৬১ কিলোমিটার। বাসে চড়ে মেহেরপুর যেতে ৬-৭ ঘন্টা সময় লাগে। মেহেরপুরগামী বিভিন্ন বাস সার্ভিসে মধ্যে চুয়াডাঙ্গা ডিলাক্স, পূর্বাশা, এম.এম. পরিবহন, দর্শনা ডিলাক্স, শ্যামলী পরিবহন, মেহেরপুর ডিলাক্স, জে.আর পরিবহন প্রভৃতি উল্লেখযোগ্য। বাসের ভাড়া নন এসি ৬০০-৭০০ টাকা, এসি ৮০০-১৩০০ টাকা। মেহেরপুর জেলা সদরের মহিলা কলেজ মোড় থেকে মাত্র ৫০ মিটার দক্ষিণে সাবিত্রী ও রসকদম্ব মিষ্টি একমাত্র প্রাপ্তিস্থান বাসুদেব গ্র্যান্ড সন্স দোকানের অবস্থান।
কোথায় থাকবেন
মেহেরপুর জেলা শহরে রাত্রিযাপনের আবাস্থলগুলোর মধ্যে সার্কিট হাউজ, পৌর হল, ফিন টায়ার আবাসিক হোটেল, কামাল আবাসিক হোটেল এবং মিতা আবাসিক হোটেল উল্লেখযোগ্য।
কোথায় খাবেন
মেহেরপুরে নিত্যদিনের খাবারের চাহিদা পূরণের জন্য বিভিন্ন মানের খাবার হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে। আমের মৌসুমে মেহেরপুর ভ্রমণে গেলে সাবিত্রী ও রসকদম্ব মিষ্টি ছাড়াও পাকা আমের স্বাদ নিতে ভুলবেন না।
No comments: