মেহেরপুরে ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর এর আলোচনা ও সাহিত্য বাসর অনুষ্ঠিত
মেহেরপুরে ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর এর আলোচনা ও সাহিত্য বাসর অনুষ্ঠিত
মেহেরপুর জেলার ঐতিহ্যবাহী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন "ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর"এর আয়োজনে গতকাল শুক্রবার বিকালে বিজয় দিবস সংখ্যা "স্রোত " পত্রিকা প্রকাশ বিষয়ে আলোচনা সভা ও মাসিক সাহিত্য বাসর অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতির বাসভবনে অনুষ্ঠিত আলোচনা সভা ও মাসিক সাহিত্য বাসর এর সভাপতিত্ব করেন" ভৈরব সাহিত্য সংস্কৃতিক চত্বর "এর সভাপতি অ্যাড. ম. আনোয়ার হোসেন।
আলোচনা সভায় অংশ গ্রহণ করেন "ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর "এর উপদেষ্টা মীর রওশান আলী মনা, সহ-সভাপতি নূরুল আহমেদ, সাধারণ সম্পাদক মেহের আমজাদ, সহ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কানন,সাহিত্য সম্পাদক মিনা পারভিন, সংগঠনিক সম্পাদক এস.এম.এ মান্নান, দপ্তর সম্পাদক ম
.গোলাম মোস্তফা, প্রচার ও প্রচারণা সম্পাদক আবু লয়েছ লাবলু,নির্বাহী কমিটির সদস্য আবুল হাসেম প্রমূখ। এ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও আলোচনা সভায় অংশ গ্রহণ করেন, কবি নূর আলম,শফিকুর রহমান সেন্টু, নূর হোসেন, মহিবুল ইসলাম, বদরুদ্দজা বিশ্বাস,সাইফুল ইসলাম প্রমুখ।
No comments: