মুজিবনগরে শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরনের উদ্বোধন
মেহেরপুরের মুজিবনগরে গুডনেইবার্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর উদ্যোগে গুডনেইবার্স এর স্পন্সর প্রাপ্ত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরনের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে গুডনেইবার্স বাংলাদেশ মেহেরপুর সিডিপির বল্লভপুর প্রজেক্ট অফিস প্রাঙ্গনে উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মন্টু,জেলা উপসহকারী নিবন্ধকক এনামুল হক,উপজেলা সহকারী পরিদর্শক শাহিনুজ্জামান, গুডনেইবারর্স মেহেরপুর সিডিপি এর সিনিয়র প্রোগ্রাম অফিসার রিফাত আল মাহমুদ, সু- প্রতিবেশী মহিলা সমবায় সমিতির কো- অপারেটিভ অফিসার রিয়াজউদ্দিন, গুডনেইবারর্স মেহেরপুর সিডিপি এর ফেসিলেটর মেহেদী হাসান , সু- প্রতিবেশী মহিলা
সমবায় সমিতির সভাপতি রেহেনা খাতুন।
গুডনেইবার মেহেরপুর সিডিপি উপজেলার সুবিধাভোগী ১ হাজার ২১০ জন শিশু শিক্ষার্থীদের মাঝে খাতা ৫টি, কলম ৫টি, একটি প্লাস্টিকের বুক সেলফ, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি আটা এবং এক কেজি মসুর ডাল প্রদান করা হবে।
No comments: