Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ভারত সীমান্ত ঘেঁষা অন্যতম শান্তির জেলা হিসেবে স্বীকৃত ও নন্দিত মেহেরপুর জেলা।




উনিশ শত চুরাশি সালের চব্বিশ ফেব্রুয়ারি স্বাধীনতার সুতিকাগার ও দেশের প্রথম সরকারের শপথস্থল এবং নীলকরদের স্মৃতি বিজড়িত মেহেরপুরকে জেলা হিসেবে ঘোষণা করা হয়। এ জেলায় মোট কুড়িটি ইউনিয়ন ও দুইটি পৌরসভা সহ দুইশত চৌষট্টি টি গ্রাম রয়েছে। ভারত সীমান্ত ঘেঁষা বাংলাদেশের অন্যতম শান্তির জেলা হিসেবে স্বীকৃত ও নন্দিত এই জেলা। প্রথমে মেহেরপুর ও গাংনী এই দুই উপজেলা নিয়ে মেহেরপুর জেলা গঠিত হলেও পরে দুই হাজার সালের চব্বিশ ফেব্রুয়ারি মুজিবনগরকে উপজেলা হিসেবে স্বীকৃতি দিলে তিনটি উপজেলা নিয়ে মেহেরপুর জেলা হয়। অথচ-কোন উৎসব, স্বরণসভা, স্মৃতিচারণ বা কোন কর্মসূচী ছাড়াই নীরবে দিনটি প্রতি বছর নিরবে পার করে জেলাবাসী। মুন্সি শেখ জমির উদ্দিন এর স্মৃতি বিজড়িত, স্বামী নিগমানন্দ ও বলরাম হাড়ির জন্মচরণসমৃদ্ধ করেছে এই জেলাকে। ঐতিহাসিক কারণে বাংলাদেশের প্রথম রাজধানী মুজিবনগর রয়েছে এই জেলার রাজ টিকা হয়ে। মূলত: কৃষিনির্ভর এই জেলায় এখনো শিল্পায়নের ছোঁয়া লাগেনি। শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতিতে পিছিয়ে থাকলেও কৃষি এই জেলার অর্থনীতিকে করেছে সমৃদ্ধ। অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে এই জেলার কৃষকদের ভূমিকার পাশাপাশি প্রবাসীদের মাধ্যমে প্রচুর পরিমাণে বৈদেশিক রেমিটেন্স এই জেলার অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে। এই জেলার মাটি উর্বর। তাই বছর জুড়ে অনাবাদি থাকেনা এক ইঞ্চিও জমি। কৃষকদের প্রচেষ্টায় মেহেরপুর কৃষিতে অনেক দূর এগিয়েছে। এই জেলার ফুলকপি, বাধাকপি সহ হরেক সবজি বিদেশে যায়। কৃষির পাশাপাশি এখানকার আমের সুখ্যাতি বিশ্বজুড়ে। মেহেরপুরের হিমসাগর, বোম্বায়, ল্যাংড়া আম এখন ইউরোপে যায়। এ জেলার ব্ল্যাক বেঙ্গল ছাগল গ্রীণিজ বুক খ্যাত।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply