গাংনীর ধানখোলা ইউনিয়ন শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গাংনী উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ধানখোলা ইউনিয়ন শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত। সোমবার (৯ ডিসেম্বর) রাত ৮ টায় ধানখোলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। ধানখোলা ইউনিয়ন শাখার সভাপতি মাহাবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব সোনা। মেহেরপুর জেলা যুব দলের সহ-সংগঠনিক সম্পাদক মুনসাদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা শ্রমিক দলের সভাপতি হামিদুর রশিদ মোল্লা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ফিরোজ, ধানখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মুস্তাক আহম্মেদ, মেহেরপুর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছিম খান। এসময় প্রধান অতিথির বক্তব্যে আহসান হাবিব সোনা বলেন, আগামী দিনে বিএনপিকে সরকার গঠনে আমরা সক্রিয় ভূমিকা রাখবো। আগামীতে সকলের অংশগ্রহনের মাধ্যদিয়ে শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের কমিটি গঠন করবো দ্রুত সময়ের মধ্যে। তারপরে আমাদের কার্যক্রম আরো গতিশীল করতে হবে।
Tag: games lid news national Zilla News
No comments: