গমের পাতা ঝলসানো রোগ
রোগের নামঃ
গমের পাতা ঝলসানো রোগ Leaf Blight Disease of Wheat (Bipolaris sorokininana)
লক্ষণঃ
পাতায় বাদামী ফুসকুরী আকারে দাগ দেখা যায়।
পরে এসব দাগগুলো একমেত্র মিশে যায় এবং সম্পূর্ণ পাতা পোড়া দেখায়।
আক্রমণ বেশী হলে ৩০ শতাংশ পর্যন্ত ফলন কমে যেতে পারে।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত ব্যবহার করা।
বীজ বপনের পূর্বে প্রোভেক্স বা বিটাভেক্স ২০০ (১০০ গ্রাম/কেজি বীজ) দ্বারা শোধন করা।
আক্রমণ বেশি হলে অনুমোদিত ছত্রাকনাশক ব্যবহার করা যথা প্রোপিকোনাজল (টিল্ট ২৫০ ইসি) ১ মিঃ লিঃ প্রতি লিটার পানিতে।
No comments: