Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » রসায়নের কিছু মজার তথ্য




রসায়নের কিছু মজার তথ্য

১. আপনি যদি এক গ্লাস পানিতে এক মুঠো লবণ দেন তাহলে তো গ্লাসের পানি পরে যাবে, তাই না? দিয়ে দেখুন তো পরে কি না । কি অবাক হচ্চেন, পানির উচ্চতা আরও কমে গেল, তাই না? ২. আপনার শরীরে যে পরিমাণ কার্বন আছে তা দিয়ে ৯০০০ পেন্সিল বানানো যাবে !!! ৩. সোনা অনেক দুর্লভ। দাম তো আকাশচুম্বী। কিন্তু আপনি কি জানেন, পৃথিবীতে যে পরিমাণ সোনা আছে তা দিয়ে সম্পূর্ণ পৃথিবী ঢেকে দিলে হাঁটু পরিমাণ উচ্চতা হবে। ৪. অক্সিজেন গ্যাস এর কোনো বর্ণ নাই, কিন্তু তরল ও কঠিন অক্সিজেন নীল বর্ণের। ৫. হাইড্রফ্লুরিক এসিড এতবেশি ক্ষয়কারী যে গ্লাস গলিয়ে (dissolve ) ফেলে, কিন্তু তারপরেও এটাকে দুর্বল এসিড বলা হয়! ৬. পৃথিবীর সবচে দুর্লভ মৌল এস্তেতিন, সারা পৃথিবীতে মাত্র ২৮ গ্রাম এস্তেতিন আছে। ৭. বায়ুমণ্ডলের প্রায় ২০ % অক্সিজেন শুধুমাত্র অ্যামাজন রেইন ফরেস্টের মাধ্যমেই উৎপন্ন হয় । ৮. সাধারণ তাপমাত্রায় ব্রোমিন ও পারদ এ দুটো মৌল ই তরল । ৯. আমরা জানি পানির রাসায়নিক নাম (H2O ) এইচ টু ও , কিন্তু ইউপ্যাক (IUPAC) অনুযায়ী পানির রাসায়নিক নাম ডাইহাইড্রজেন মনোঅক্সাইড। ১০. মহাবিশ্বে সবচেয়ে বেশি পাওয়া যায় হাইড্রোজেন কিন্তু পৃথিবীতে সবচে বেশি পাওয়া যায় অক্সিজেন (প্রায় ৪৯% বায়ুমণ্ডল+ ভুমি+সাগর) ১১. বজ্রপাতে প্রতিবছর অনেক লোক মারা যায়, কিন্তু আপনি কি জানেন বজ্রপাত না থাকলে পৃথিবীর প্রাণীকুল ধ্বংস হয়ে যেত। কারণ বজ্রপাতের মাধ্যেমেই ওজোন তৈরি হয় ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply