লাউয়ের গ্রে মোল্ড রোগ ও লাউয়ের জাব পোকা
এ রোগ দেখা দিলে পাতায় পানি ভেজা দাগ দেখা যায় এবং কান্ডের উপর ছত্রাকের আস্তরণ পড়ে । এক সময় কান্ড পঁচে যায় ।
এর প্রতিকার হল:
কপার অক্সিক্লোরাইট জাতীয় ছত্রাক নাশক যেমন- কুপ্রাভিট ৭ গ্রাম / লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করা ।
কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)
পরবর্তীতে যা যা করবেন না
১. স্প্রে করার পর পনোরো দিনের মধ্যে সেই সবজি খাবেন না বা বিক্রি করবেন না
পরবর্তীতে যা যা করবেন
১. আগাম বীজ বপন করা
২. সুষম সার ব্যবহার করা
লাউয়ের জাব পোকা
লক্ষণ
পোকা গাছের কচি পাতা ও ডগার রস শুষে খেয়ে গাছকে দুর্বল করে ফেলে ।
প্রতিকার
· গাছের আক্রান্ত অংশ অপসারণ করা
· প্রাথমিক অবস্থায় শুকনো ছাই প্রয়োগ করা
· পরিস্কার পানি জোরে স্প্রে করা
· ক্ষেত পরিস্কার/পরিচ্ছন্ন রাখা ।
· হলুদ রঙের ফাঁদ ব্যবহার করা ।
· তামাকের গুড়া (১০গ্রাম), সাবানের গুড়া (৫গ্রাম) ও নিমের পাতার নির্যাস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা ।
· প্রতি গাছে পঞ্চাশ টির বেশি পোকা দেখা দিলে এডমেয়ার কুড়ি এসএল ০.৫ মিলি./লি হারে পানিতে শিশিয়ে স্প্রে করা। গ্রন্থনা: মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।
No comments: