খামারে অত্যাধিক মাছি হবার কারণ
মাছির উপদ্রব থেকে বাঁচতে করনীয়ঃ
মাছির উপদ্রব থেকে বাঁচতে করনীয়ঃ
সবসময় ম্যানেজমেন্টাল বিষয়গুলোতে গুরুত্ব দিতে হবে।তাই মাছির উপদ্রব থেকে বাঁচতে আমার প্রথম পরামর্শ হলো ম্যানেজমেন্টাল উন্নতি করতে হবে।
তারপর অন্যকিছু।
ক. ব্যবস্থাপনাগত প্রতিরোধঃ
১. লিটার পরিষ্কার ও শুকনো রাখতে হবে। ভেজা বা স্যাঁতস্যাঁতে লিটার দ্রুত পরিবর্তন করতে হবে।
২. মৃত মুরগী খামার থেকে দুরে মাটিতে পুতে ফেলতে হবে।
৩. মুরগীর পায়খানা নিয়মিত পরিষ্কার করতে হবে।
৪. খামারের চারপাশ পরিষ্কার-পরিছন্ন রাখতে হবে। এবং নিয়মিত চুন, ব্লিচিং পাউডার ও জীবানু নাশক ব্যবহার করতে হবে।
৫. মাছির উৎস খুঁজে বের করতে হবে এবং তা ধ্বংস করতে হবে।
৬. পূর্বের ব্যাচের লিটার খামারে আশে পাশে না রেখে দুরে কোথাও ফেলে আসতে হবে।
খ. ক্যামিক্যাল ট্রিটমেন্টঃ
১. খামারের চারপাশে তারপিন তেল স্প্রে করতে পারেন। এটা মাছি তাড়াতে সাহায্য করবে।
২. ইনসেক্টিসাইড সম্বলিত বিভিন্ন প্রিপারেশন পাওয়া যায়। যেমনঃ SI Fly Trap-G, No Kroach ইত্যাদি। এগুলো নির্দিষ্ট মাত্রায় খামারের চারপাশে ছিটিয়ে দিলে মাছি (প্রাপ্তবয়স্ক) মারা যায়।
৩. এছাড়া Cyromazine সম্বলিত বিভিন্ন প্রিপারেশন আছে যেগুলো খাদ্যের সাথে ব্যবহার করা হয়। এগুলো ব্যবহার করলে মাছির ডিম ও লার্ভা ধ্বংসপ্রাপ্ত হয়।
৪. এছাড়া লিটারে অ্যামোনিয়া রিডিউসারও ব্যবহার করতে পারেন। এতে কিছুটা হলেও মাছির উপদ্রব কমে।গ্রন্থনা: মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।
Tag: English News Featured others videos
No comments: