Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মুরগির খাবারে অনীহা, সাদা পায়খানা হলে যে চিকিৎসা করবেন




মুরগির খাবারে অনীহা, সাদা পায়খানা হলে যে চিকিৎসা করবেন

মুরগি বিভিন্ন রোগে আক্রান্ত হলে খাবার খায়না। আবার ভয় পাওয়া কিংবা স্থানান্তরজনিত কারণে খাবারের প্রতি অনীহা হতে পারে। খাবার হজম না হলে খাবারে আগ্রহ থাকে না। এছাড়া দেখা দেয় সাদা পাতলা পায়খানা। আসুন আপনার মুরগির এসব সমস্যার সমাধান বিষয়ে আলোচনা করি। প্রথমত খেয়াল রাখতে হবে খামারের মুরগিকে যথাযথভাবে এবং নির্দিষ্ট সময়ে টিকা প্রদান করা হয়েছে কিনা। এবং এ ক্ষেত্রে নির্দিষ্ট রেজিস্ট্রার/খাতায় টিকা দানের তারিখ, শেডের নম্বর, বাচ্চার সংখ্যা, টিকার নাম লিপিবদ্ধ করেছেন কিনা। এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মুরগি খাবার খায় না, সাদা পায়খানা চিকিৎসা বলার আগে রোগ যেন না হয় বা হয়ে গেলে কি করতে হয় তা নিয়ে আলোচনা করা যাক। ১. খামারে কোন মুরগির রোগব্যাধি দেখা দিলে তাৎক্ষণিক ভাবে সেগুলোকে আলাদা করে রাখতে হবে। প্রকৃত রোগ শনাক্ত করে রোগ নিয়ন্ত্রণ ও নির্মূলের জন্য সু-চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ২. মৃত মুরগিকে যেখানে, সেখানে না ফেলে মাটির নিচে পুঁতে ফেলতে হবে। ৩. খামারে দর্শনার্থী ও বাইরের লোকজন যাতায়াত বন্ধ করতে হবে। ৪. খামারের প্রতিদিনের কাজের রেকর্ড রাখতে হবে। খাদ্য প্রদান, তাপমাত্রা, ভ্যাকসিনেশন ও রোগের প্রার্দুভাবের রেকর্ডসহ কখন কোন ঔষধ/টিকা প্রদান করা হলো তার রেকর্ড রাখতে হবে। ৫. প্রতিদিন মুরগির শেড/ঘরে আলগা ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন করলে রোগ জীবাণু সহজে প্রবেশ করতে পারবে না। ৬. প্রতিটি শেড/ঘরের সম্মুখে জীবাণুনাশক পাত্র রাখতে হবে এবং ঘরে প্রবেশের পূর্বে পরিচর্যাকারীকে তা ব্যবহার করতে হবে। পড়তে পারেন: মুরগির চুনা পায়খানা ও গলা খক খক করা রোগের সমাধান ৭. পরিচর্যাকারী মুরগির শেডে প্রবেশের পূর্বে যেন তার পরিধেয় পোশাক পরিবর্তন করে নেয় সে ব্যবস্থা রাখতে হবে ৮. মুরগির শেডে/ঘরে যেন কোনো রকম পাখি, ইঁদুর ও অন্যান্য ক্ষতিকর প্রাণী প্রবেশ করতে না পারে সেদিকে অবশ্যই খামারিকে খেয়াল রাখতে হবে। ৯.শীতে মুরগির দেহে পরজীবীর আবির্ভাব বেশি ঘটে, সে কারণে পরজীবী প্রতিরোধের আগাম ব্যবস্থা নিতে হবে। ১০. মুরগির ঝাঁক/দলের মধ্যে দুর্বল, অসুস্থ, ডিম উৎপাদনে অক্ষম, কম ডিম উৎপাদনশীল ও বিকৃত মুরগিকে সবসময় বাঁছাই/ছাঁটাইয়ের ব্যবস্থা করতে হবে। ১১. হাঁস/মুরগি পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শের জন্য আপনার নিকটস্থ উপজেলা/জেলা পশু চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করতে পারেন। এবার আসুন মুরগি খাবার খায় না, সাদা পায়খানা চিকিৎসা জানি ১. Alqurzyme vet এক গ্রাম ১ লিটার পানিতে ৩ থেকে ৫ দিন সকাল বিকাল। ২. Alqurzyme vet এক গ্রাম ১ লিটার পানিতে ৩ থেকে ৫ দিন তিনবেলা। ৩. Nefrocare vet এক গ্রাম ১ লিটার পানিতে ৩ থেকে ৫ দিন তিনবেলা। ৪. Lisovit vet এক গ্রাম ১ লিটার পানিতে ৩ থেকে ৫ দিন তিনবেলা। মুরগি খাবার খায় না, সাদা পায়খানা হলে যে চিকিৎসা করবেন লিখেছেন আতাউল হক, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর নওগাঁ। গ্রন্থনা: মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply