গাংনী উপজেলার জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরন ও বিদায় অনুষ্ঠান
গাংনী উপজেলার জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরন ও বিদায় অনুষ্ঠান
মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরন ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরের দিকে জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ নবীন বরন ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিমের সভাপতিত্বে নবীন বরন ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভুমি)ও নির্বাহী ম্যাজিট্রেট সাদ্দাম হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা শিক্ষা অফিসার মোবারক হোসেন,ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকুনুজ্জামান মোকাদ্দেস,ধানখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখের আলী,চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম।বক্তব্য রাখেন মিম খাতুন,টুম্পা খাতুন,উম্মে আয়মান উসন,সুরভী খাতুন।অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হয়। এদিকে এর আগে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান উপলক্ষে মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিসপ্লে ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা জোগ করুন ::
আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬,
সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০,
শহিদুল ইসলাম সাইদুল,বিশেষ প্রতিনিধি , মোবাইল:০১৬৭০১৯৯৯৫৫,
মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।
No comments: